শুক্রবার, ৯ জুলাই, ২০২১

উত্তেজিত

         উত্তেজিত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আজ দেখো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভেদাভেদ
আর বৈষম্যমূলক আচরণ,
ঘৃণা অত্যাচার অবিচার অনাচার মজলুম শিকার
জ্বলছে কুঠিরে দহন ।

অপমান অবজ্ঞা দলে দলে সংঘাত
হচ্ছে সৃষ্টি যেমন,
আধুনিক পুঁজিবাদী টাকায় পাওয়া যায় গদি
প্রতিষ্ঠিত সমাজে তেমন ।

চাই শুধু সম্পদ দাও ওদের অপবাদ
পেটে রাখো বঞ্চিত,
মাঠে হাটে রাস্তা সব কিছুই সস্তা
সুযোগে করো পদদলিত ।

ওদের কষ্ট দেখে করো উল্লাস উচ্ছ্বাস
হচ্ছে সবে অভ্যাস,
লাগলো গায় বিদেশের হাওয়া তাই
নষ্ট করছে বসবাস ।

সুন্দর সুসজ্জিত নষ্ট করার জন্য
প্রয়োজন একটি হুতমপেঁচার,
দেখো রাখছে পা উচ্চতর শ্রেণী
নিম্নতর শ্রেণীর মাথার ওপর ।।

সম্প্রদায় সম্প্রদায়ের বিরুদ্ধে আজ
হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধ,
ক্ষিপ্ত উত্তেজিত মরছে যুবক শত শত
একসাথেই হচ্ছে জব্দ  ॥

লেখার সময় : 9:45pm
তারিখ : 09.07.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন