মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

বাবা তুমি আমায় রেখে

বাবা তুমি আমায় রেখে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

বাবা তুমি আমায় রেখে কেমনে চলে গেলা,
দেখো তোমার ছোট্ট ছেলে কাঁদে সারা বেলা ।

রামিজ হাফিজ খেলছে দেখো বাবার হাত ধরে,
আমি একা থাকি বাবা কেমনে তুমি দূরে ।

বাবা তুমি আমার কাছে বড়ো শূন্যতা,
তুমি ছাড়া আজকে আমার শুনবে কে কথা ।

বাবা আমি মনের মাঝে এখনো তোমায় খুঁজি,
বাবা বলে ডাকতে বাবা কোথায় গেলে মুজি ।

বাবা তোমার কথা গুলো আমার মনে পড়ে
তখন বাবা কাঁদি আমি কাঁদি দু-চোখ ভোরে ।

পায় না খুঁজে বাবা তোমার আদর মাখা হাসি,
কোলে তুলে বলবে কে আজ তোমায় ভালবাসি ।

লেখার সময় : 8:50pm
তারিখ : 06.07.2021



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন