রবিবার, ৮ আগস্ট, ২০২১

আমার প্রিয় মা


আমার প্রিয় মা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

মা তুমি
কত কষ্ট সহ্য করে,
এই দুনিয়ায়
আলো আমায় দেখালে ।
ওগো মা.. ওগো মা.. ওগো মা.. প্রিয় মা...

দশ মাস দশ দিন গর্ভে ধরে,
চুম্মা দিলে আমায় তুমি জন্মের পরে ।
করেছি জ্বালাতন সারাদিন ধরে,
ওগো মাগো তুমি যাওনি আমায় ছেড়ে ।

নিজে না খেয়ে মাগো আমারে খাওয়ালে
আজ কেন ছেড়ে আমায় তুমি  চলে গেলে,
করেছি জ্বালাতন সারাদিন ধরে
তবু মাগো তুমি যাওনি আমায় ছেড়ে ।

লেখার : 12:00am
তারিখ : 13.07.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন