মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

ওমরের মতো

ওমরের মতো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

নবীদের পথে আমি যেতে চাই,
জীবন পথের ওই দূর সিমানায় ।
হারিয়ে যেন আমি না যায় প্রভু
তোমার ওই সুপথে চালোও আমায়  ।

বেলালের মতো তাকওয়া দাও আমায়,
আলীর মতো সাহসী হতে চাই ।
ওমরের মতো বাদশা যেন
হয় মোদের সহায় ।

কতদিন কেটে গেছে অবহেলাতে ,
হারিয়ে গেছি আমি মিছে মায়াতে ।
ভাবি আমি বরেবার ক্ষমা করে দাও আমার,
হে প্রভু দুহাত তুলি তোমার দরবার ।
18.09.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন