আসবে যখন ডাক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
আসবে যখন ডাক ছেড়ে যেতে হবে সব
ছিঁড়ে যাবে মায়ার বাঁধন,
আপন স্বজন বাপ করবে মাতম সব
তবু সবাই করবে সেদিন দাফন ।
বুকের খাঁচার পরান পাখি উড়ে যাওয়ার আগে
নাজাত পেতে করো এবাদাত রাত জেগে জেগে ।
সেদিন তো আর কেউ তো তোমার হবে না আপন
থাকবে সবাই দূরে দূরে দূরে থাকবে আপনজন ।
সাগর জলের মাঝে যখন মাঝি তুলে পাল
বাঁচার জন্য মাঝি ধরে শক্ত করে হাল
তেমনি তুমি ধরো হাল ফুরিয়ে যাবে দিন
জীবন পথে চলার আগে একটু ভেবে নিন ।।
লেখার সময় : 2:00pm
তারিখ : 06.08.2021
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন