মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

সত্যনিষ্ঠ দল

সত্যনিষ্ঠ দল
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

ভেঙ্গে পড়বে চলমান সভ্যতা
আসলেই সত্যনিষ্ঠ দল,
হায়নার দল সব পালিয়ে যাবে
লাগলেই ধাক্কা প্রবল ।

নতুন করে সূর্য উঠে
সত্যের আলো দিয়ে করবে উজ্জ্বল ।
ছল ছল ছল সব কলহল
ছাড়ে চলো সব মিছে মায়া জ্বাল ।

প্রয়োজন শুধুই নতুন শক্তি
আরো প্রয়োজন দূরবার সাহসী,
যারা ফেলতে জানে জাল ধরতে পারে হাল
তাদের কি কমে যায় মনোবল?

22.09.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন