পড়ো সালাত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
উম্মাত উম্মাত
রাসুলের উম্মাত,
হতে যদি চাও তুমি পড়ো সালাত,
কায়েম কর সালাত ।
যারা সমাজে সালাত কায়েম করেনা
তারা তো রাসুলের উম্মাত হবেনা
তোমার মাঝে তুমি খুঁজে দেখো
আছে কি এমন তফাৎ !
রাসুলের দেখানো পথ ধরেই
তুমি যদি হাটো ওই জীবন ভরেই,
শান্তির হাত ছানি পাবে তুমি
থাকবে সুখে ওই জান্নাতেই ।
লেখার সময় : ১২:৫০pm
তারিখ: ২৮.০৯.২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন