মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

আমরা দেখতে চাই না

আমরা দেখতে চায় না
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা দেখতে চাই না
অশান্ত সংঘাত সংকুল পরিবেশ,
আমরা দেখতে চাই না
আমার মায়ের সন্তান হোক নিরুদ্দেশ ।

আমরা দেখতে চাই না
হিন্দু মুসলিম শিখ ঈশাই হোক শ্রেণীবিদ্বেষ,
আমরা দেখতে চাই না
স্বৈরাচারী শাসন অধঃপতন হোক আমার দেশ ।

আমরা দেখতে চাই না
নিঃস্বার্থ মানুষ গুলো দিনের পর দিন হোক শেষ,
আমরা দেখতে চাই না
দেশের জন্য হোক ধ্বংসাত্মক এমন সমাবেশ ।

আমরা হই ন্যায়ের প্রতীক
রাখি নৈতিকতার উপর বিশ্বাস,
আমাদের সংগ্রাম চলবেই ততক্ষণ
বয়বে যতক্ষণ শ্বাস-প্রশ্বাস ।

আমাদের ভাবাবেগে আঘাত হেনে যারা
করতে চায় উল্লাস,
আমরাই গর্জে উঠবো এবার
করবো তাদের সর্বনাশ ।

মৃত্যুর ভয়ে পিছু না হয়ে
আমরা দেখাবো সাহস,
রক্তক্ষয়ী যুক্ত হলেও তবু
থাকবে মোদের দূঃসাহস । 

আমরা হিটলারের নিষ্ঠুরতা
প্রতিষ্ঠিত হতে দেয়নি আজ ইতিহাস,
আমরা জনগণ আমরাই দেশের ধন
দেখো আমরাই শান্তিপ্রিয় মানুষ ।

লেখার সময় : 7:30am
তারিখ : 14.07.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন