আমরা দেখতে চায় না
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
আমরা দেখতে চাই না
অশান্ত সংঘাত সংকুল পরিবেশ,
আমরা দেখতে চাই না
আমার মায়ের সন্তান হোক নিরুদ্দেশ ।
আমরা দেখতে চাই না
হিন্দু মুসলিম শিখ ঈশাই হোক শ্রেণীবিদ্বেষ,
আমরা দেখতে চাই না
স্বৈরাচারী শাসন অধঃপতন হোক আমার দেশ ।
আমরা দেখতে চাই না
নিঃস্বার্থ মানুষ গুলো দিনের পর দিন হোক শেষ,
আমরা দেখতে চাই না
দেশের জন্য হোক ধ্বংসাত্মক এমন সমাবেশ ।
আমরা হই ন্যায়ের প্রতীক
রাখি নৈতিকতার উপর বিশ্বাস,
আমাদের সংগ্রাম চলবেই ততক্ষণ
বয়বে যতক্ষণ শ্বাস-প্রশ্বাস ।
আমাদের ভাবাবেগে আঘাত হেনে যারা
করতে চায় উল্লাস,
আমরাই গর্জে উঠবো এবার
করবো তাদের সর্বনাশ ।
মৃত্যুর ভয়ে পিছু না হয়ে
আমরা দেখাবো সাহস,
রক্তক্ষয়ী যুক্ত হলেও তবু
থাকবে মোদের দূঃসাহস ।
আমরা হিটলারের নিষ্ঠুরতা
প্রতিষ্ঠিত হতে দেয়নি আজ ইতিহাস,
আমরা জনগণ আমরাই দেশের ধন
দেখো আমরাই শান্তিপ্রিয় মানুষ ।
লেখার সময় : 7:30am
তারিখ : 14.07.2021
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন