মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

পাল ছাড়া হরিণের মতো

পাল ছাড়া হরিণের মতো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া

তুমি পাল ছাড়া হরিণের মতো,
পাল ছাড়া হরিণের মতো,
হয়োনা একা বন্ধু হয়োনা একা,
নষ্ট হয়ে যাবে তোমার জীবন চাকা ।

একা একা থাকার জ্বালা জানে বাবা হারা খোকা,
একা বড়ো হওয়া যায়না যাইনা কিছু শেখা ।
বড়ো হতে হলে বন্ধু ভালো সঙ্গী সাথে চাই,
সাথী ছাড়া এই জীবনে দুঃখ অনেক থেকে যায় ।

বিষের জ্বালা কতখানি করে দেহে জ্বালা,
দুঃখের জ্বালায় পুড়ে ছারখার হয়তো জীবন ফালা ।
তাই বলি শোনো প্রিয় বন্ধু মুখে দাও তালা,
মনের সাথী হারিয়ে গেলে পাবে দুঃখ মেলা ।

12.9.2021

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন