শনিবার, ১৭ জুন, ২০১৭

কবিতা :- ঈদের নামাজ পড়ে

         ঈদের নামাজ পড়ে
  মোঃ তরিকুল ইসলাম মন্ডল
          মধ্যবেনা, বাদুড়িয়া

আমরা সবাই ঈদের দিনে
ঈদের নামাজ পড়ে
আলিঙ্গন করবো মোরা
একে অপরের গলে ।

একে অপরে ডাকবে সবাই
এসো আমার বাড়ি
লাক্সা-সিমায় মিঠাই যত
দেবে তড়িঘড়ি ।

এই আনন্দ আমরা ছাড়া
আর কে পাবে বল
রাগ-ঝাল যা কিছু সব
হবে ওইদিন ধুলো ।।

            সমাপ্ত
18জুন 2017 সময় 4:18, 22শে রোমজান,শেহারী খাওয়ার পর ।

কবিতা :- ঈদের খুশি হতে

          ঈদের খুশি হতে
  মোঃ তরিকুল ইসলাম মন্ডল
         মধ্যবেনা, বাদুড়িয়া

ঈদের খুশি হতে এতিম মিস্কিন
যায় না যেন বাদ,
তাহলে কিন্তু তোমার খুশি
হবে বরবাদ ।
তোমার যাকাত তোমার ফিতরা
নিয়েই ওদের সব,
তুমি রাখো ওদের সাথে
বেশি করে ভাব ।
ওরা যেন পায় তোমার হাঁড়ির
 লাক্সা-সিমায়,
আচ্ছা বল এটা কি
ঈদের আনন্দ নয় ?
তোমার সন্তান এবার ঈদে
পরবে নতুন সাজ,
ওরা যেন যায় না বাদ
দেখতে হবে তোমায় আজ ।
তবেই পাব আমরা সবাই
ঈদের পুরো আনন্দ
আল্লাহ্ তায়ালাও খুশি হবেন
দেখে মোদের আনন্দ ।।

            সমাপ্ত

17 জুন,2017, সময় 9:30 মিনিট
কাঁকরোল খেতে ফুল ছোঁয়াতে ছোঁয়াতে লিখলাম ।


মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

কবিতা :- দেশ দেশান্তরে

          দেশ দেশান্তরে
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
       মধ্য বেনা, বাদুড়িয়া

একা এসেছিলেন তিনি
বিজয়ের সন্ধানে
ঝাঁপিয়ে পড়েছিলেন
কাফেরদের মাঝখানে ।
ছিল না তলোয়ার
ছিল না তীর ধনুক
ছিল না ইয়ার্গান
নামি দামি বন্দুক ।
ছিল না হাজার সেনা
ছিল না আপন কেহই
ছিল শুধু বিশ্বাস
সিমাহীন স্রষ্টা পথ দেখাবেনই ।
আদর্শের আকর্ষণে
মানুষের বন্ধন
বেড়েই চলে দ্রুত
রক্ত সম্পর্ক আপন জনে
বাঁধার প্রাচীর হয়ে
মানুষদের করত বিভ্রান্ত ।
তবুও হতাশ হননি তিনি
দুর্ভিক্ষের সেই বালুচরে
সেই বাতাস বয়েই চলেছে আজ
দেশ দেশান্তরে ।
             সমাপ্ত 

রবিবার, ১১ জুন, ২০১৭

কবিতা :- তুমিই সব ক্ষমতার শক্তিমান

 তুমিই সব ক্ষমতার শক্তিমান
 মোঃ তরিকুল ইসলাম মন্ডল
         মধ্যবেনা, বাদুড়িয়া

তুমি সব ক্ষমতার শক্তিমান
সর্ব জ্ঞানের তুমিই মহান
তোমার সব সৃষ্টির মধ্য হতে
মানুষ কে করেছ শ্রেষ্ঠ দান ।

তুমি কাউকে রাজা বাদশা করে
করেছ মর্যাদা দান
আবার কাউকে ভিখারি করে
করেছ তার খান খান ।

তুমি কাউকে কলম দিয়ে
দিয়েছ সম্মান
কাউকে কলম দিয়ে কেড়ে নিয়ে
করেছ তার অপমান ।

তুমি কয়েকটি দেশকে ধ্বংস করে
করেছ মানুষকে হয়রান
আবার কয়েকটি দেশকে সম্মান দিয়ে
বরকত দিয়েছ অফুরান ।

তোমার দয়ায় বেচে আছি
সকল জ্বিন ও ইন্সান্
তাই তোমার ডাকে সাড়া দেয় যে
সারা বিশ্বজাহান ।।
              সমাপ্ত 

শনিবার, ১০ জুন, ২০১৭

কবিতা:- চাওয়ার মতো চাইলে

    চাওয়ার মতো চাইলে
 তরিকুল ইসলাম খালাসী 

ভুল করেছি প্রভু আমি
ভুলের ক্ষমা কর তুমি,
না বুঝে অনেক অপরাধ
করেছি আমি মনে জানি ।
কেমন করে চাইলে প্রভু
অপরাধের ক্ষমা করবে তুমি!
তুমি পরোয়ারদিগার জানি
মোদের সাথে আছো তুমি
ভুল হইলে বুঝতে পারি
জানাও মোদের তুমি জানি ।
হে দয়াময় তুমি মোদের
সর্ব সময় সাথে রবে,
কুরআন খুলে দেখো সবে
আছে সূরা-বাক্কারাতে ।
===== প্রভু বলে ======
হে আমার মনুষ্য জাতি
সৃষ্টি তোমায় করেছি আমি,
তাই সত্য পথে চলো তুমি
জান্নাত ঠিকই দেবো আমি ।
হে মনুষ্য জাতি তুমি
সত্য পথ ছাড়লে আমি
জাহান্নমে দেবো ঠিকই
কুরআন খুলে দেখো তুমি ।
দিনে রাত্রে সকাল সাঁঝে
তউবা পড়তে আমি বলি,
ক্ষমা হওয়ার পথটি দেখো
দেখিয়েছি তোমায় আমি ।
সত্য সত্যই থাকিবে বলি
কুরআন খুলে দেখো তুমি,
সাদ্দাদ' নম্রুদ' ফেরাউন কে আমি
কেমন করে ধ্বংস করি !
বুশ হাসিনার মতো তুমি
নুন খেয়ে নুন হারামি,
মোমিন কখনো কোরোনা তুমি
এদের মতো শয়তানি ।
চাওয়ার মতো চাইলে ওগো
ঠিক আমায় পাবে তুমি,
তাই রহমান থেকে শুরু করে
রহিমেতে শেষ করি ।।
              সমাপ্ত 

শুক্রবার, ৯ জুন, ২০১৭

কবিতা:- তুমিই রাখো অধিকার

       তুমিই রাখো অধিকার
   মোঃ তরিকুল ইসলাম মন্ডল

আছে উঁচু শৃঙ্গধর
দাঁড়িয়ে আছে পেরেকের মতো ।
কে রাখিল-কে রাখিল
দাঁড়িয়ে আছে কার ইশারা মতো ?

ইন্দুমতী সাঁতার কাঁটে
গগন ভরা নক্ষত্র ।
কে রাখিল-কে রাখিল
গগন মাঝে সূর্যের মতো যন্ত্র ?

হইল প্রচন্ড ঝঞ্ঝানিল
ঝন্-ঝন্ শব্দ বৃক্ষে যতো ।
খাদ ভরা আছে মৎস্য
দেখো তো আছে কার ইশারা মতো ?

মাঠ ভরা যতো শস্য
সবই তো মোদের জন্য ।
জীবন ধারণ করার অন্ন
দিয়েছে যে! তাকে জানাবে না ধন্য ?

বসুধাই স্রষ্টার আসনে বসিলো যারা
তাদের জানিও না ধন্য ।
স্রষ্টা অবজ্ঞা করিয়া রাখিল
তাদের স্বর্গ হতে ভিন্ন ।

সৃষ্টির বসুন্ধরা
সবই তো তোমার,
ধন্য পাওয়ার একমাত্র
হে প্রভু! তুমিই রাখো অধিকার ।।
              সমাপ্ত

বুধবার, ৭ জুন, ২০১৭

কবিতা:- ঈদের খুশি সবার খুশি

     ঈদের খুশি সবার খুশি
 মোঃ তরিকুল ইসলাম মন্ডল

রাত পোয়ালেই ঈদের খুশি
রান্না হবে লাক্সা-সিমায়
দাওয়াত দিলাম বন্ধু তোমায়
আসতে যেন ভুল না হয় !
ঈদের খুশি সবার খুশি
কাটুক তাই দিনটি ভালো,
ত্রিশটি রোযা রেখে রোযাদার
এই দিনটিই পেল ।
আমার ওপরে রাগ আছে যার
ভাই-রাগটা ভুলে গিয়ে
তোমার আশায় থাকলাম আমি
রাস্তায় দাড়িয়ে ।
এক বাঁধনে বেধে মোরা
করবো ঈদে আনন্দ
হিন্দু-মুসলিম, গরিব ধনীর
থাকবে না আর দ্বন্দ্ব ।
আমি চাই,প্রীতি ভালবাসা
তাই তো মোর এই ভাষা
পুরোন কর বন্ধু ওগো
আমার মনের আশা ।।
             সমাপ্ত 

কবিতা:- রক্তে নেই লেখা


          রক্তে নেই লেখা
 মোঃ তরিকুল ইসলাম মন্ডল

রক্তে নেই লেখা
হিন্দু-মুসলমান
রক্তেই বাঁচে
একটি প্রাণ।
হোক না সে
জৈন খ্রিস্টান ।
মানুষ বলতেই সব
আদম সন্তান
তবে কেন মানুষের মধ্যেই
এতো ব্যবধান?

        সমাপ্ত

কবিতা:- পর্দাহীন যারা

         পর্দাহীন যারা
   তরিকুল ইসলাম খালাসী 

ওলিতে-গলিতে ধর্ষণ হচ্ছে
এটা হওয়ারি কথা ।
ইসলামের হুকুমে
পর্দার মধ্যে থাকতে
তাহাদের লাগে ব্যাথা ।
কী জামানা এলরে ভাই
নগ্ন ছাড়াতো আর কিছু নাই।
কুর'আনের অবমাননা করে এরা
দুনিয়ায় কী বাঁচতে চাই?
উলঙ্গ হয়ে করছে মিছিল
পুরুষেরা দেখছে তাই ।
এই ভাবে মিছিল করলে
সমাজ কী পালটাই ?
ওহে বোন করো অঙ্গীকার
প্রথম করো তুমি পর্দা ।
আপন (সতর) ঢাকতে বোন
পেয়েও নাকো লজ্জা ।
গণআন্দলোনের মতো
মিছিল খুবি দরকার !
এ কথা আমার নয়
এ হুকুম সেই শ্রষ্টার ।।
           সমাপ্ত
প্রকাশিত : ছুন্নাতুল জামায়াত পত্রিকা 
            

গান :- পরিবর্তন

               পরিবর্তন
     তরিকুল ইসলাম খালাসী 
       মধ্যবেনা, বাদুড়িয়া 

মর-তে দিয়ে দেবো জান, 
পাই না ভয় দেখে কামান ।
শাহাদাতের বাণী মুখে নিয়ে, 
চলো চলো সবাই এগিয়ে ।
জীবনের বিনিময় তুমি রক্ত করো ক্ষয় ।
দুনিয়া কারোর নয় করো আল্লাহরই ভয় । 

মর-তে দিয়ে দেবো জান
পাই না ভয় দেখে কামান ।
শাহাদাতের বাণী মুখে নিয়ে
চলো চলো সবাই এগিয়ে ।
বঞ্চিত মানুষের আজ দেবো ফিরিয়ে
তাদের হারানো সম্মান । 


ওই যে দুরে দেখা যায় কাফেলা
পেটে তার নেই যে খাওয়ার দু-বেলা ।
চাই মোরা সোনার ফসল
দুর হোক বিভেদ গন্ডো-গোল ।
এক সুরে শোনবো মোরা বেলালের আজান ।
কুর'আন হোক আজ আমাদের জীবনের বিধান ।।


   
২০১৭ শুরু ১৫.০৬.২০২১ শেষ

 

গান:- অপরাধ

                অপরাধ
  মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                 09/04/2017
অপরাধের অপরাধী আমি
দাও খোদা দাও
ক্ষমা করে দাও তুমি ।
তুমি তো বলেছ
অপরাধ যতই কর পাহাড় সমান,
ক্ষমা করে দেবো তাই
নাম রেখেছি রহমান ।
তুমি দয়াময় এই বিশ্বময়
ক্ষমা করে দাও আমায় ।
তোমার নামে পাহাড় থেকে
ঝর্নাধারা নেমে আসে
তোমার নামের গুঞ্জন ওই
বয়ে চলে বাতাসে ।
দাও খোদা দাও ক্ষমা করে দাও
তুমি দয়াময় ।
                সমাপ্ত

কবিতা :- ব্যবসা

               ব্যবসা
মোঃ তরিকুল ইসলাম মন্ডল

আমি ব্যবসা করি
তাই বলে কি মিথ্যা বলতে হবে?
ওজনে ফাঁকি দিতে হবে?
কেনো! মিথ্যা না বললে কি
ব্যবসা হয় না
ভেজাল না মেসালে কি
অর্থ বাড়ে না?
বাকি দেয় বলে খাতায়
দু-টাকা বেশি করে লিখতে হবে ?
তাহলে আমি আর সৎ মানুষের পরিচয়
দিলাম কোথায়?
মাথায় টুপি লম্বা জামা
গেরুয়া পোশাক পরিধান করলেই কি
সৎ মানুষ হওয়া যায়?
               সমাপ্ত



কবিতা :- সেদিন আসছে

          সেদিন আসছে
 মোঃ তরিকুল ইসলাম মন্ডল
        মধ্য বেনা, বাদুড়িয়া

সেদিন আসছে আবার
থাকবে না খাবার
তবু খাবে সবাই
ভাগাভাগি করে ।
সেদিন...
জালিমের জুলুম থেকে
মজলুম মুক্তি পাবে
হিংসা বিভেদ ভুলে সবাই
গলে গলে মিলবে ।
সেদিন...
অসহায় এতিম মিস্কিনদের মুখে
হাসি ফুটবে
উজ্জ্বল প্রভাত আবার
সবাই দেখবে ।
সেদিন...
নদী শান্ত হবে
আনন্দে বাঁধ ভাঙবে
পাখিদের মিষ্টি গান
আবার সবাই শুনবে ।
সেদিন...
শিশুরা আগের মতো খেলবে
দোলাতে দোলবে
আদর করে মায়েরা
কোলেতে তুলবে ।।

         সমাপ্ত




গান :- পৃথিবী কারো নয়

         পৃথিবী কারো নয়
 মোঃ তরিকুল ইসলাম মন্ডল

পৃথিবী আমার পৃথিবী তোমার
পৃথিবী কারোর নয় ।
ছেড়ে যেতে হবে সবার
সব সম্পদ
যেতে হবে শুধু
একা তোমায় ।
পৃথিবী.........
অশান্তির এই দুনিয়ায়
কাটছে দিন খামোখাই
নেতা হওয়ার তরে তারা
করছে মানুষ খুন
যদিও সে
আপন ভাই হয় ।
পৃথিবী...........
সত্যের সন্ধান করেছে যারা
পেয়েছে তারা শান্তির পথ
জীবন বাজি রেখে তারা
রক্ত ছড়ায়
যাতে আদম সন্তান
মুক্তি পাই ।।
           সমাপ্ত 

কবিতা :- মুসাফির

               মুসাফির
মোঃ তরিকুল ইসলাম মন্ডল

মুসাফির চলছে পথে
ওই দেখো ঘোড়ার পিঠে
নাঙ্গা তলোয়ার
হাতে নিয়ে
কালেমার পতাকা
উড়িয়ে দিয়ে
শান্তির বার্তা
সঙ্গে নিয়ে ।
মরিচিকা আর নয়
হবেই সত্য বিজয়
নতুন শস্য শ্যমলে ভরবে আবার
এই জগৎ ময় ।
হাহাকার এই দিন
বদলে আসবেই সুদিন
প্রভাতের শোভাতে
জীবন হোক রঙিন ।।
          সমাপ্ত 

কবিতা :- তুমি কি জবাব দেবে

      তুমি কি জবাব দেবে
     তরিকুল ইসলাম খালাসী 

হে আমার সংগ্রামী ভাইবোন
রক্ত চুষা বাদুড় রক্ত চুষেই যাচ্ছে
এই মুহুর্তে মোদের
প্রস্তুতির প্রয়োজন
তাই যদি না হয়
তবে দেখো
অগ্নিশিখায় জ্বলছে
মুসলিম দুনিয়া
ভেসে বেড়ায়
কচিকাঁচাদের কান্না
মোরা সইতে আর পারিনা
এই দুঃখ বেদনা
একটুও কি দেবে না
তাদের শান্ত না?
ইতিহাস কি মিথ্যা হবে?
তুমি কি জবাব দেবে?
সম্মান হানি মা-বোন যখন
ধুঁকে ধুঁকে কাঁদবে ।।
          সমাপ্ত


কবিতা :- অন্ধ ড্রাইভার

              অন্ধ ড্রাইভার
   মোঃ তরিকুল ইসলাম মন্ডল

আমার দেশের সরকার
অন্ধ ড্রাইভার
মুখে বড়ো বুলি তার
করে দুর্নীতির কারবার ।
যাদের যা পাওনা
তাদের তাই দেই কি
মূর্খ নয় তো
ওরা আবার কি ?
কথায় কথায় জাত টানে
মানব জাতি চেনে না
ওরাই নাকি গড়বে দেশ
হাস্যকর বিষয় না!
এসো খাই একসাথে
দুধ ভাত
রাখতে চায় না
জাতপাত
এই কথা ওরা
বাস্তবে রেখেছে কি?
আজ যারা নেশার ঘোরে
করে নাকো শব্দ
তাদের কেই করবে ওরা
আগেভাগেই জব্দ ।।
          সমাপ্ত 

কবিতা :- হাওয়া আসিয়া বলিল

        হাওয়া আসিয়া বলিল 
   মোঃ তরিকুল ইসলাম মন্ডল 

হাওয়া আসিয়া বলিল 
কানে কানে 
মৌমাছিরা পাড়ি দিয়ে 
বনের মধু আনে ।
পাপড়ি মেলিয়ে ফুলেরা সব
সুগন্ধ ছড়ায় ভুবনে, 
পাখিরা বনে বনে 
খোদার শানে গানে ।
উটেরা পাড়ি দিয়ে 
যাচ্ছে মরু পানে
কঠোর পরিশ্রম করে তারা 
মালিকের বোঝা টানে ।
নদীর ধরে বসতেই আমার 
মন ভরে যায় গানে 
মৎষ্য গুলি তাদের মতোই 
আছে খোদার ধ্যানে ।
কোকিলেরা ডাকি ডাকি
কুহু-কুহু করে 
মধুর কন্ঠে বলিল তারা 
স্রষ্টা সবই জানে ।।
            সমাপ্ত 

কবিতা :- প্রতিবাদী কণ্ঠ

         প্রতিবাদী কন্ঠ
 মোঃ তরিকুল ইসলাম মন্ডল

চলছে আমার ভায়ের ওপর
নির্মম অত্যাচার
প্রতিবাদী কণ্ঠ নেই কেন
বন্ধু তোমার ?
আমার ভায়ের রক্তে রঞ্জিত
আজ রাজপথ
আর তুমি ব্যস্ত
নিয়ে ভবিষ্যত্ !
তোমার হৃদয়টা হলো আজ
এতই পাষাণ?
পারলে না বাঁচাতে
তোমার বন্ধুর প্রাণ !!

         সমাপ্ত