ব্যবসা
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
আমি ব্যবসা করি
তাই বলে কি মিথ্যা বলতে হবে?
ওজনে ফাঁকি দিতে হবে?
কেনো! মিথ্যা না বললে কি
ব্যবসা হয় না
ভেজাল না মেসালে কি
অর্থ বাড়ে না?
বাকি দেয় বলে খাতায়
দু-টাকা বেশি করে লিখতে হবে ?
তাহলে আমি আর সৎ মানুষের পরিচয়
দিলাম কোথায়?
মাথায় টুপি লম্বা জামা
গেরুয়া পোশাক পরিধান করলেই কি
সৎ মানুষ হওয়া যায়?
সমাপ্ত
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
আমি ব্যবসা করি
তাই বলে কি মিথ্যা বলতে হবে?
ওজনে ফাঁকি দিতে হবে?
কেনো! মিথ্যা না বললে কি
ব্যবসা হয় না
ভেজাল না মেসালে কি
অর্থ বাড়ে না?
বাকি দেয় বলে খাতায়
দু-টাকা বেশি করে লিখতে হবে ?
তাহলে আমি আর সৎ মানুষের পরিচয়
দিলাম কোথায়?
মাথায় টুপি লম্বা জামা
গেরুয়া পোশাক পরিধান করলেই কি
সৎ মানুষ হওয়া যায়?
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন