অপরাধ
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
09/04/2017
অপরাধের অপরাধী আমি
দাও খোদা দাও
ক্ষমা করে দাও তুমি ।
তুমি তো বলেছ
অপরাধ যতই কর পাহাড় সমান,
ক্ষমা করে দেবো তাই
নাম রেখেছি রহমান ।
তুমি দয়াময় এই বিশ্বময়
ক্ষমা করে দাও আমায় ।
তোমার নামে পাহাড় থেকে
ঝর্নাধারা নেমে আসে
তোমার নামের গুঞ্জন ওই
বয়ে চলে বাতাসে ।
দাও খোদা দাও ক্ষমা করে দাও
তুমি দয়াময় ।
সমাপ্ত
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
09/04/2017
অপরাধের অপরাধী আমি
দাও খোদা দাও
ক্ষমা করে দাও তুমি ।
তুমি তো বলেছ
অপরাধ যতই কর পাহাড় সমান,
ক্ষমা করে দেবো তাই
নাম রেখেছি রহমান ।
তুমি দয়াময় এই বিশ্বময়
ক্ষমা করে দাও আমায় ।
তোমার নামে পাহাড় থেকে
ঝর্নাধারা নেমে আসে
তোমার নামের গুঞ্জন ওই
বয়ে চলে বাতাসে ।
দাও খোদা দাও ক্ষমা করে দাও
তুমি দয়াময় ।
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন