হাওয়া আসিয়া বলিল
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
হাওয়া আসিয়া বলিল
কানে কানে
মৌমাছিরা পাড়ি দিয়ে
বনের মধু আনে ।
পাপড়ি মেলিয়ে ফুলেরা সব
সুগন্ধ ছড়ায় ভুবনে,
পাখিরা বনে বনে
খোদার শানে গানে ।
উটেরা পাড়ি দিয়ে
যাচ্ছে মরু পানে
কঠোর পরিশ্রম করে তারা
মালিকের বোঝা টানে ।
নদীর ধরে বসতেই আমার
মন ভরে যায় গানে
মৎষ্য গুলি তাদের মতোই
আছে খোদার ধ্যানে ।
কোকিলেরা ডাকি ডাকি
কুহু-কুহু করে
মধুর কন্ঠে বলিল তারা
স্রষ্টা সবই জানে ।।
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন