মুসাফির
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মুসাফির চলছে পথে
ওই দেখো ঘোড়ার পিঠে
নাঙ্গা তলোয়ার
হাতে নিয়ে
কালেমার পতাকা
উড়িয়ে দিয়ে
শান্তির বার্তা
সঙ্গে নিয়ে ।
মরিচিকা আর নয়
হবেই সত্য বিজয়
নতুন শস্য শ্যমলে ভরবে আবার
এই জগৎ ময় ।
হাহাকার এই দিন
বদলে আসবেই সুদিন
প্রভাতের শোভাতে
জীবন হোক রঙিন ।।
সমাপ্ত
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মুসাফির চলছে পথে
ওই দেখো ঘোড়ার পিঠে
নাঙ্গা তলোয়ার
হাতে নিয়ে
কালেমার পতাকা
উড়িয়ে দিয়ে
শান্তির বার্তা
সঙ্গে নিয়ে ।
মরিচিকা আর নয়
হবেই সত্য বিজয়
নতুন শস্য শ্যমলে ভরবে আবার
এই জগৎ ময় ।
হাহাকার এই দিন
বদলে আসবেই সুদিন
প্রভাতের শোভাতে
জীবন হোক রঙিন ।।
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন