বুধবার, ৭ জুন, ২০১৭

কবিতা :- অন্ধ ড্রাইভার

              অন্ধ ড্রাইভার
   মোঃ তরিকুল ইসলাম মন্ডল

আমার দেশের সরকার
অন্ধ ড্রাইভার
মুখে বড়ো বুলি তার
করে দুর্নীতির কারবার ।
যাদের যা পাওনা
তাদের তাই দেই কি
মূর্খ নয় তো
ওরা আবার কি ?
কথায় কথায় জাত টানে
মানব জাতি চেনে না
ওরাই নাকি গড়বে দেশ
হাস্যকর বিষয় না!
এসো খাই একসাথে
দুধ ভাত
রাখতে চায় না
জাতপাত
এই কথা ওরা
বাস্তবে রেখেছে কি?
আজ যারা নেশার ঘোরে
করে নাকো শব্দ
তাদের কেই করবে ওরা
আগেভাগেই জব্দ ।।
          সমাপ্ত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন