বুধবার, ৭ জুন, ২০১৭

কবিতা:- পর্দাহীন যারা

         পর্দাহীন যারা
   তরিকুল ইসলাম খালাসী 

ওলিতে-গলিতে ধর্ষণ হচ্ছে
এটা হওয়ারি কথা ।
ইসলামের হুকুমে
পর্দার মধ্যে থাকতে
তাহাদের লাগে ব্যাথা ।
কী জামানা এলরে ভাই
নগ্ন ছাড়াতো আর কিছু নাই।
কুর'আনের অবমাননা করে এরা
দুনিয়ায় কী বাঁচতে চাই?
উলঙ্গ হয়ে করছে মিছিল
পুরুষেরা দেখছে তাই ।
এই ভাবে মিছিল করলে
সমাজ কী পালটাই ?
ওহে বোন করো অঙ্গীকার
প্রথম করো তুমি পর্দা ।
আপন (সতর) ঢাকতে বোন
পেয়েও নাকো লজ্জা ।
গণআন্দলোনের মতো
মিছিল খুবি দরকার !
এ কথা আমার নয়
এ হুকুম সেই শ্রষ্টার ।।
           সমাপ্ত
প্রকাশিত : ছুন্নাতুল জামায়াত পত্রিকা 
            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন