সেদিন আসছে
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্য বেনা, বাদুড়িয়া
সেদিন আসছে আবার
থাকবে না খাবার
তবু খাবে সবাই
ভাগাভাগি করে ।
সেদিন...
জালিমের জুলুম থেকে
মজলুম মুক্তি পাবে
হিংসা বিভেদ ভুলে সবাই
গলে গলে মিলবে ।
সেদিন...
অসহায় এতিম মিস্কিনদের মুখে
হাসি ফুটবে
উজ্জ্বল প্রভাত আবার
সবাই দেখবে ।
সেদিন...
নদী শান্ত হবে
আনন্দে বাঁধ ভাঙবে
পাখিদের মিষ্টি গান
আবার সবাই শুনবে ।
সেদিন...
শিশুরা আগের মতো খেলবে
দোলাতে দোলবে
আদর করে মায়েরা
কোলেতে তুলবে ।।
সমাপ্ত
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্য বেনা, বাদুড়িয়া
সেদিন আসছে আবার
থাকবে না খাবার
তবু খাবে সবাই
ভাগাভাগি করে ।
সেদিন...
জালিমের জুলুম থেকে
মজলুম মুক্তি পাবে
হিংসা বিভেদ ভুলে সবাই
গলে গলে মিলবে ।
সেদিন...
অসহায় এতিম মিস্কিনদের মুখে
হাসি ফুটবে
উজ্জ্বল প্রভাত আবার
সবাই দেখবে ।
সেদিন...
নদী শান্ত হবে
আনন্দে বাঁধ ভাঙবে
পাখিদের মিষ্টি গান
আবার সবাই শুনবে ।
সেদিন...
শিশুরা আগের মতো খেলবে
দোলাতে দোলবে
আদর করে মায়েরা
কোলেতে তুলবে ।।
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন