বুধবার, ৭ জুন, ২০১৭

কবিতা:- রক্তে নেই লেখা


          রক্তে নেই লেখা
 মোঃ তরিকুল ইসলাম মন্ডল

রক্তে নেই লেখা
হিন্দু-মুসলমান
রক্তেই বাঁচে
একটি প্রাণ।
হোক না সে
জৈন খ্রিস্টান ।
মানুষ বলতেই সব
আদম সন্তান
তবে কেন মানুষের মধ্যেই
এতো ব্যবধান?

        সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন