তুমি কি জবাব দেবে
তরিকুল ইসলাম খালাসী
হে আমার সংগ্রামী ভাইবোন
রক্ত চুষা বাদুড় রক্ত চুষেই যাচ্ছে
এই মুহুর্তে মোদের
প্রস্তুতির প্রয়োজন
তাই যদি না হয়
তবে দেখো
অগ্নিশিখায় জ্বলছে
মুসলিম দুনিয়া
ভেসে বেড়ায়
কচিকাঁচাদের কান্না
মোরা সইতে আর পারিনা
এই দুঃখ বেদনা
একটুও কি দেবে না
তাদের শান্ত না?
ইতিহাস কি মিথ্যা হবে?
তুমি কি জবাব দেবে?
সম্মান হানি মা-বোন যখন
ধুঁকে ধুঁকে কাঁদবে ।।
সমাপ্ত
তরিকুল ইসলাম খালাসী
হে আমার সংগ্রামী ভাইবোন
রক্ত চুষা বাদুড় রক্ত চুষেই যাচ্ছে
এই মুহুর্তে মোদের
প্রস্তুতির প্রয়োজন
তাই যদি না হয়
তবে দেখো
অগ্নিশিখায় জ্বলছে
মুসলিম দুনিয়া
ভেসে বেড়ায়
কচিকাঁচাদের কান্না
মোরা সইতে আর পারিনা
এই দুঃখ বেদনা
একটুও কি দেবে না
তাদের শান্ত না?
ইতিহাস কি মিথ্যা হবে?
তুমি কি জবাব দেবে?
সম্মান হানি মা-বোন যখন
ধুঁকে ধুঁকে কাঁদবে ।।
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন