পরিবর্তন
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া
মর-তে দিয়ে দেবো জান,
পাই না ভয় দেখে কামান ।
শাহাদাতের বাণী মুখে নিয়ে,
চলো চলো সবাই এগিয়ে ।
জীবনের বিনিময় তুমি রক্ত করো ক্ষয় ।
দুনিয়া কারোর নয় করো আল্লাহরই ভয় ।
দুনিয়া কারোর নয় করো আল্লাহরই ভয় ।
মর-তে দিয়ে দেবো জান
পাই না ভয় দেখে কামান ।
শাহাদাতের বাণী মুখে নিয়ে
চলো চলো সবাই এগিয়ে ।
পাই না ভয় দেখে কামান ।
শাহাদাতের বাণী মুখে নিয়ে
চলো চলো সবাই এগিয়ে ।
বঞ্চিত মানুষের আজ দেবো ফিরিয়ে
তাদের হারানো সম্মান ।
ওই যে দুরে দেখা যায় কাফেলা
পেটে তার নেই যে খাওয়ার দু-বেলা ।
চাই মোরা সোনার ফসল
দুর হোক বিভেদ গন্ডো-গোল ।
এক সুরে শোনবো মোরা বেলালের আজান ।
কুর'আন হোক আজ আমাদের জীবনের বিধান ।।
২০১৭ শুরু ১৫.০৬.২০২১ শেষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন