চাওয়ার মতো চাইলে
তরিকুল ইসলাম খালাসী
ভুল করেছি প্রভু আমি
ভুলের ক্ষমা কর তুমি,
না বুঝে অনেক অপরাধ
করেছি আমি মনে জানি ।
কেমন করে চাইলে প্রভু
অপরাধের ক্ষমা করবে তুমি!
তুমি পরোয়ারদিগার জানি
মোদের সাথে আছো তুমি
ভুল হইলে বুঝতে পারি
জানাও মোদের তুমি জানি ।
হে দয়াময় তুমি মোদের
সর্ব সময় সাথে রবে,
কুরআন খুলে দেখো সবে
আছে সূরা-বাক্কারাতে ।
===== প্রভু বলে ======
হে আমার মনুষ্য জাতি
সৃষ্টি তোমায় করেছি আমি,
তাই সত্য পথে চলো তুমি
জান্নাত ঠিকই দেবো আমি ।
হে মনুষ্য জাতি তুমি
সত্য পথ ছাড়লে আমি
জাহান্নমে দেবো ঠিকই
কুরআন খুলে দেখো তুমি ।
দিনে রাত্রে সকাল সাঁঝে
তউবা পড়তে আমি বলি,
ক্ষমা হওয়ার পথটি দেখো
দেখিয়েছি তোমায় আমি ।
সত্য সত্যই থাকিবে বলি
কুরআন খুলে দেখো তুমি,
সাদ্দাদ' নম্রুদ' ফেরাউন কে আমি
কেমন করে ধ্বংস করি !
বুশ হাসিনার মতো তুমি
নুন খেয়ে নুন হারামি,
মোমিন কখনো কোরোনা তুমি
এদের মতো শয়তানি ।
চাওয়ার মতো চাইলে ওগো
ঠিক আমায় পাবে তুমি,
তাই রহমান থেকে শুরু করে
রহিমেতে শেষ করি ।।
সমাপ্ত
তরিকুল ইসলাম খালাসী
ভুল করেছি প্রভু আমি
ভুলের ক্ষমা কর তুমি,
না বুঝে অনেক অপরাধ
করেছি আমি মনে জানি ।
কেমন করে চাইলে প্রভু
অপরাধের ক্ষমা করবে তুমি!
তুমি পরোয়ারদিগার জানি
মোদের সাথে আছো তুমি
ভুল হইলে বুঝতে পারি
জানাও মোদের তুমি জানি ।
হে দয়াময় তুমি মোদের
সর্ব সময় সাথে রবে,
কুরআন খুলে দেখো সবে
আছে সূরা-বাক্কারাতে ।
===== প্রভু বলে ======
হে আমার মনুষ্য জাতি
সৃষ্টি তোমায় করেছি আমি,
তাই সত্য পথে চলো তুমি
জান্নাত ঠিকই দেবো আমি ।
হে মনুষ্য জাতি তুমি
সত্য পথ ছাড়লে আমি
জাহান্নমে দেবো ঠিকই
কুরআন খুলে দেখো তুমি ।
দিনে রাত্রে সকাল সাঁঝে
তউবা পড়তে আমি বলি,
ক্ষমা হওয়ার পথটি দেখো
দেখিয়েছি তোমায় আমি ।
সত্য সত্যই থাকিবে বলি
কুরআন খুলে দেখো তুমি,
সাদ্দাদ' নম্রুদ' ফেরাউন কে আমি
কেমন করে ধ্বংস করি !
বুশ হাসিনার মতো তুমি
নুন খেয়ে নুন হারামি,
মোমিন কখনো কোরোনা তুমি
এদের মতো শয়তানি ।
চাওয়ার মতো চাইলে ওগো
ঠিক আমায় পাবে তুমি,
তাই রহমান থেকে শুরু করে
রহিমেতে শেষ করি ।।
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন