তুমিই সব ক্ষমতার শক্তিমান
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা, বাদুড়িয়া
তুমি সব ক্ষমতার শক্তিমান
সর্ব জ্ঞানের তুমিই মহান
তোমার সব সৃষ্টির মধ্য হতে
মানুষ কে করেছ শ্রেষ্ঠ দান ।
তুমি কাউকে রাজা বাদশা করে
করেছ মর্যাদা দান
আবার কাউকে ভিখারি করে
করেছ তার খান খান ।
তুমি কাউকে কলম দিয়ে
দিয়েছ সম্মান
কাউকে কলম দিয়ে কেড়ে নিয়ে
করেছ তার অপমান ।
তুমি কয়েকটি দেশকে ধ্বংস করে
করেছ মানুষকে হয়রান
আবার কয়েকটি দেশকে সম্মান দিয়ে
বরকত দিয়েছ অফুরান ।
তোমার দয়ায় বেচে আছি
সকল জ্বিন ও ইন্সান্
তাই তোমার ডাকে সাড়া দেয় যে
সারা বিশ্বজাহান ।।
সমাপ্ত
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা, বাদুড়িয়া
তুমি সব ক্ষমতার শক্তিমান
সর্ব জ্ঞানের তুমিই মহান
তোমার সব সৃষ্টির মধ্য হতে
মানুষ কে করেছ শ্রেষ্ঠ দান ।
তুমি কাউকে রাজা বাদশা করে
করেছ মর্যাদা দান
আবার কাউকে ভিখারি করে
করেছ তার খান খান ।
তুমি কাউকে কলম দিয়ে
দিয়েছ সম্মান
কাউকে কলম দিয়ে কেড়ে নিয়ে
করেছ তার অপমান ।
তুমি কয়েকটি দেশকে ধ্বংস করে
করেছ মানুষকে হয়রান
আবার কয়েকটি দেশকে সম্মান দিয়ে
বরকত দিয়েছ অফুরান ।
তোমার দয়ায় বেচে আছি
সকল জ্বিন ও ইন্সান্
তাই তোমার ডাকে সাড়া দেয় যে
সারা বিশ্বজাহান ।।
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন