প্রতিবাদী কন্ঠ
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
চলছে আমার ভায়ের ওপর
নির্মম অত্যাচার
প্রতিবাদী কণ্ঠ নেই কেন
বন্ধু তোমার ?
আমার ভায়ের রক্তে রঞ্জিত
আজ রাজপথ
আর তুমি ব্যস্ত
নিয়ে ভবিষ্যত্ !
তোমার হৃদয়টা হলো আজ
এতই পাষাণ?
পারলে না বাঁচাতে
তোমার বন্ধুর প্রাণ !!
সমাপ্ত
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
চলছে আমার ভায়ের ওপর
নির্মম অত্যাচার
প্রতিবাদী কণ্ঠ নেই কেন
বন্ধু তোমার ?
আমার ভায়ের রক্তে রঞ্জিত
আজ রাজপথ
আর তুমি ব্যস্ত
নিয়ে ভবিষ্যত্ !
তোমার হৃদয়টা হলো আজ
এতই পাষাণ?
পারলে না বাঁচাতে
তোমার বন্ধুর প্রাণ !!
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন