পৃথিবী কারো নয়
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
পৃথিবী আমার পৃথিবী তোমার
পৃথিবী কারোর নয় ।
ছেড়ে যেতে হবে সবার
সব সম্পদ
যেতে হবে শুধু
একা তোমায় ।
পৃথিবী.........
অশান্তির এই দুনিয়ায়
কাটছে দিন খামোখাই
নেতা হওয়ার তরে তারা
করছে মানুষ খুন
যদিও সে
আপন ভাই হয় ।
পৃথিবী...........
সত্যের সন্ধান করেছে যারা
পেয়েছে তারা শান্তির পথ
জীবন বাজি রেখে তারা
রক্ত ছড়ায়
যাতে আদম সন্তান
মুক্তি পাই ।।
সমাপ্ত
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
পৃথিবী আমার পৃথিবী তোমার
পৃথিবী কারোর নয় ।
ছেড়ে যেতে হবে সবার
সব সম্পদ
যেতে হবে শুধু
একা তোমায় ।
পৃথিবী.........
অশান্তির এই দুনিয়ায়
কাটছে দিন খামোখাই
নেতা হওয়ার তরে তারা
করছে মানুষ খুন
যদিও সে
আপন ভাই হয় ।
পৃথিবী...........
সত্যের সন্ধান করেছে যারা
পেয়েছে তারা শান্তির পথ
জীবন বাজি রেখে তারা
রক্ত ছড়ায়
যাতে আদম সন্তান
মুক্তি পাই ।।
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন