ঈদের নামাজ পড়ে
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা, বাদুড়িয়া
আমরা সবাই ঈদের দিনে
ঈদের নামাজ পড়ে
আলিঙ্গন করবো মোরা
একে অপরের গলে ।
একে অপরে ডাকবে সবাই
এসো আমার বাড়ি
লাক্সা-সিমায় মিঠাই যত
দেবে তড়িঘড়ি ।
এই আনন্দ আমরা ছাড়া
আর কে পাবে বল
রাগ-ঝাল যা কিছু সব
হবে ওইদিন ধুলো ।।
সমাপ্ত
18জুন 2017 সময় 4:18, 22শে রোমজান,শেহারী খাওয়ার পর ।
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা, বাদুড়িয়া
আমরা সবাই ঈদের দিনে
ঈদের নামাজ পড়ে
আলিঙ্গন করবো মোরা
একে অপরের গলে ।
একে অপরে ডাকবে সবাই
এসো আমার বাড়ি
লাক্সা-সিমায় মিঠাই যত
দেবে তড়িঘড়ি ।
এই আনন্দ আমরা ছাড়া
আর কে পাবে বল
রাগ-ঝাল যা কিছু সব
হবে ওইদিন ধুলো ।।
সমাপ্ত
18জুন 2017 সময় 4:18, 22শে রোমজান,শেহারী খাওয়ার পর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন