বুধবার, ৩১ আগস্ট, ২০২২

হারিয়ে যাবে

হারিয়ে যাবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

হারিয়ে যাবে বকুলের মুকুল
হারিয়ে যাবে ওই নদীর দুকুল ।
রবে শুধু পড়ে কাট পুড়া ছাই,
ঝরে যাবে নিয়মেই শত শত ফুল ।

হারিয়ে যাবে ওই চাঁদের আলো,
আরো হারিয়ে যাবে তারা গুলো ।
‌সাগরে ঢেউ জানি থাকবে না আর, 
এ ভাবেই সব কিছু হবে নির্মূল ।

তুমি এ ভাবে হারিয়ে যাবে একদিন,
থেমে যাবে সব কিছু নেই বেশি দিন ।
করেছো এই ভবে যত আয়োজন
রয়ে যাবে জীবনের শত শত ভুল ।

আল্লাহর উপর ভরসা রাখো


আল্লাহর উপর ভরসা রাখো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আল্লাহর উপর ভরসা রাখো
যদি তুমি পেতে চাও প্রশান্তি,
বাঁচিয়ে রেখেছেন তোমার তিনি
তাই নাও চেয়ে নাও শান্তি ।

কষ্টের মাঝে যেমন তুমি
চাও জানি তাঁর কাছে বারবার,
সুখের সময় তেমনই তুমি
করো তাঁর শুকুর গুজার ।
তুমি বধিরদের মতো হবেনা জানি
আনবেনা জীবনে ক্লান্তি ।
বাঁচিয়ে রেখেছেন তোমার তিনি
তাই নাও চেয়ে নাও শান্তি ।

নিঃশ্বাসের বিশ্বাস নেই তো জানি
থাকতে সময় তুমি কাজে লাগাও,
অক্লান্ত পরিশ্রম সার্থক হবে
মনের ময়লা যদি দূর করে দাও ।
তুমি সার্থক জীবন তবেই পাবে
অল্পতে হবে জানি সন্তুষ্টি ।
বাঁচিয়ে রেখেছেন তোমার তিনি
তাই নাও চেয়ে নাও শান্তি ।

আল্লাহু আকবার


আল্লাহু আকবার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আল্লাহু আকবার আল্লাহু আকবার,
আল্লাহু আকবার আল্লাহু আকবার,
এই পৃথিবী   সব সৃষ্টি
পড়ে তোমার তাসবী ।

তুমি সৃষ্টি করেছো সাত আসমান,
নানান রঙে সাজিয়েছো বাগান ।
ফুল কলি ভুলেনি তোমার গুনগান,
ওগো মালিক মহিয়ান ।
তাসবীহ পড়ে সদা তোমার নামে ওরা
ভুলেনি ছড়াতে সুরভী ।

পাখিরা গায় গান তোমার নামে,
সাগরের ঢেউ জানি হুকুম মানে ।
গুনগান গায় সব ফেরেস্তারা
ওগো তোমার শানে ।
তাসবী পড়ে সদা তোমার নামে ওরা
মেনে চলে হুকুম সবি  ।।

তওবা

তওবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

তওবা পড়ো  তওবা করো
তবেই পাবে ক্ষমা,
ভালো দিয়ে নাও ভরে  নাও
তোমার আমলনামা ।

চাইলে  হয় যে খুশি
মালিক রব্বানা,
উল্টো পথে চললে তোমার
দেবেন তিনি গুনা ।
থাকতে সময় আমলনামায়
নেকি করো জমা ।
ভালো দিয়ে নাও ভরে  নাও
তোমার আমলনামা ।

মালিক খুশি হলে তুমি
পাবে পরিত্রাণ,
জীবন তোমার ধন্য হবে
পাবে যে সম্মান ।
ভুল গুলো সব স্মরণ করে
নাও চেয়ে নাও ক্ষমা ।
ভালো দিয়ে নাও ভরে  নাও
তোমার আমলনামা ।।

সোমবার, ২৯ আগস্ট, ২০২২

আল্লাহর ভালোবাসা

আল্লাহর ভালোবাসা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আল্লাহর ভালোবাসা পেতে যদি চাও, 
রাসূলের দলে শামিল হও ।
ভালোবেসে ছিল যেমন ওমর ও আলী,
তেমনই ভালোবেসে নিজেকে সাজাও ।

বিলালের ত্যাগ তুমি জানো কি !
জানলেও তা তুমি মানো কি ?
খাব্বাবের মতো যদি সুখী হতে চাও ?
তেমনই ভালোবেসে নিজেকে সাজাও ।

কতো ভালোবেসে ছিল আবুবকর,
ছিলো না তাদের মাঝে অহঙ্কার ।
প্রিয় নবীর সাফায়াত পেতে যদি চাও,
তেমনই ভালোবেসে নিজেকে সাজাও ।।

সৃষ্টির শ্রেষ্ঠ

সৃষ্টির শ্রেষ্ঠ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

সৃষ্টির শ্রেষ্ঠ আমরা মানুষ
ইসলাম আমাদের ধর্ম,
শত বাধা পেরিয়ে
করবো কাজ আল্লাহর জন্য ।

আমরা সব আদমের সন্তান,
একই ধ্বনিতে শুনি আজান ।
আমাদের তিনি দিয়েছেন সম্মান,
পাপিদের মাঝে করেনি গন্য ।

জ্ঞান বুদ্ধি বিবেক মোদের
দিয়েছেন তিনি সীমাহীন,
তাঁর অসংখ্য নিয়ামত দিয়ে
মোদের করেছেন ধন্য ।

পরকালের জন্য

পরকালের জন্য
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

শোনো দিয়ে মন
এই ভবেতে থাকবে কতক্ষন,
পরকালের জন্য তুমি
নাও গুছিয়ে ধন ।

এই দুনিয়ার মায়ায় বাঁধন
আছে আপন স্বজন,
তারা থাকবে সেদিন অনেক দূরে
করবে আত্মগোপন ।

ঘরের দোরে আসবে রে তোর খাটিয়া টা যখন
মিছে মিছে স্বজনেরা কাঁদবে রে তখন
দুদিন হওয়ার আগেই ওরা
ভুলবে রে তোর মন  ।।

রবিবার, ২১ আগস্ট, ২০২২

মন্দ কথা মন্দই হয়

মন্দ কথা মন্দই হয়
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মন্দ কথা মন্দই হয় ভালো লাগে না, 
মন্দের সাথে মিশে তুমি একাকার হয়োনা ।
মন্দ পথে হয়তো তুমি হবে বড়ো
লাঞ্ছনা নিয়ে থাকবে বেঁচে একবার ভাবো ?

মন্দ কাজে সঙ্গী পাবে মন্দ লোকের, 
মন্দ কাজের খোরাক হবে জাহান্নামের ।
মন্দ মন্দই হয় মন্দ পথে যেওনা,
মন্দের সাথে মিশে তুমি একাকার হয়োনা ।

ভালোর সাথে মন্দ মিশে ভেজাল হয়োনা,
সঠিক পথে খাঁটি হয়ে থাকতে ভুলো না ।
ত্যাগ বিনিময় জান্নাত পাবে দেবেন রাব্বানা,
মন্দের সাথে মিশে তুমি একাকার হয়োনা ।

স্বাধীনতা তুমি


স্বাধীনতা তুমি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

স্বাধীনতা তুমি
স্বাধীন হতে দাওনি আমায়,
বঞ্চিত মানুষ
দেখো পথের ধারে ঘুমায় ।

কতো মানুষ রুগী হয়ে
আজও বেঁচে আছে,
কতো মানুষ জীবন শোকে
ভিটে মাটি বেচে ।
তোমার ভালোবাসা কেমন
বলো না হায় !
স্বাধীনতা তুমি স্বাধীন হতে
দাওনি আমায় ।

যারা স্বাধীন হতে কতো সন্তান
দিলো তোমায়,
তার বিনিময় কষ্ট দিয়ে দিয়েছো
তাকে বিদায় ।
কতো মা আজও কাঁদে
দেখো না তো হায় !
স্বাধীনতা তুমি স্বাধীন হতে
দাওনি আমায় ।

আজও কতো বোন ধর্ষিতা হয়
পথে ঘাটে,
দেখো কতো রক্ত লেগে আছে
নরপশুর ঠোঁটে ।
কতো দিন কেটে যায়
স্বাধীন হওয়ার আশায় !
স্বাধীনতা তুমি স্বাধীন হতে
আজও দাওনি আমায় ।।

পরহেজ করো ভাই

পরহেজ করো ভাই
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

পরহেজ করো ভাই,
পরহেজ করো বোন ।
বলো এই পৃথিবীতে
থাকবে কতক্ষন ?

তাই তো তোমার সোজা পথে
চলতে হবে,
দুঃখ যতো সব কিছুকেই
মুছতে হবে ।
আনতে হবে সুদিন তোমার
থাকবে চিরন্তন ।
বলো এই পৃথিবীতে
থাকবে কতক্ষন !

সব কিছুই যে নিয়ম মেনে
চলে জানি,
ও ভাই তুমিই শুধু করে যাও
নাফারমানী ।
থাকতে সময় নাও চেয়ে নাও
রবের কাছে পরিত্রাণ ।
বলো এই পৃথিবীতে
থাকবে কতক্ষন ‌।

দূষণ মুক্ত

দূষণ মুক্ত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

এসো আমরা পারি
উপহার দিতে
পুষ্পে ভরা
সুস্থ পরিবেশ,
এসো আমরাই করি
আমরাই গড়ি
দূষণ মুক্ত
একটি দেশ ।।



যে শিক্ষা দেখায় না পথ


যে শিক্ষা দেখায় না পথ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

যে শিক্ষা দেখায় না পথ
সেই শিক্ষার দাম কি বলো ?
তাই তো বলি সত্য যে পথ সেই পথটি ধরো,
তাই তো বলি সত্য যে পথ সেই পথেই চলো ।

আমরা সবাই এই দুনিয়ায়
শিক্ষা নিতে পারি,
মুখোশ ধারী শিক্ষা নিয়ে
করছি কেন জোচ্চুরি ভাই জোচ্চুরি ।
থাকতে সময় জীবনটাকে
একটু বোঝার চেষ্টা করো ।
তাই তো বলি সত্য যে পথ সেই পথটি ধরো,
তাই তো বলি সত্য যে পথ সেই পথেই চলো ।

মানব জাতির জন্য শিক্ষা
ফরজ রে ভাই ফরজ,
সেই শিক্ষাই যেন শিক্ষাঙ্গনে
নিতে পারি রোজ-ও ভাই দিতে পারি রোজ ।
তাই নৈতিক শিক্ষা অর্জন করে
নীতি দিয়ে দেশটি ভরো ।
তাই তো বলি সত্য যে পথ সেই পথটি ধরো,
তাই তো বলি সত্য যে পথ সেই পথেই চলো ।

সত্য কথা সুন্দর করে

সত্য কথা সুন্দর করে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

সত্য কথা সুন্দর করে
বললে ভালো লাগে,
মনের গিলানি সাফ করিতে
ইচ্ছে তখন জাগে ।
ভুলের মাঝে আমরা মানুষ
যাচ্ছি সবাই ডুবে,
মিষ্টি ভাষায় নাও তুলে নাও
আপন মোদের ভেবে ।

মানুষ ভুল করে যায় পদে পদে
মন্দ কথা ঘিরে,
নাও কাছে টেনে ভালোবেসে
তাকে ধীরে ধীরে ।
আজকে কোথায় মানবতা!
ফিরিয়ে আনতে হবে ।
মিষ্টি ভাষায় নাও তুলে নাও
আপন মোদের ভেবে ।

কতো মানুষ মিথ্যা জালে
যায় জড়িয়ে বারবার,
হচ্ছে যে শিকার,
সত্য দিয়ে ওই মানুষের
বাঁচানো দরকার ।
জুলুমকারির ধ্বংস চেয়ে
লড়তে তোমায় হবে ।
মিষ্টি ভাষায় নাও তুলে নাও
আপন মোদের ভেবে ।

বলতেই হবে সত্য কথা

বলতেই হবে সত্য কথা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

বলতেই হবে সত্য কথা
ক্ষমতা আছে যেমন,
দংশন নতুবা করবে জানি
তোমার প্রিয় জন ।

নীতির কথা বললে যদি
তেলে বেগুনে জ্বলে,
বুঝবে তবে আছো তুমি
সত্য সঠিক দলে ।
তবু তোমায় নিয়ম মেনে
বলেই যেতে হবে,
আসবে বাঁধা থাকবে সদা
মরণ কথা ভেবে ।

আপন যারে ভাবো তুমি
আপন শুধু ভবে,
তোমার সঙ্গ দিলে সে তো
তবেই সঙ্গী হবে।
মিছে অভিনয়ের ধাঁধায়
পড়ো নাকো তবে,
আসবে বাঁধা থাকবে সদা
মরণ কথা ভেবে ।।

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

কারবালা

কারবালা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

আসে আর যায় জানি
কারবালা হয় মানি
ইসলাম তবু জিন্দা হয় না,
হুসেইনের মতো ত্যাগ
রাশেদার সেই যুগ
ফিরে কি আর পাবো না !!

আজ চারিদিকে বিপ্লবী
ঘিরে আছে পৃথিবী
শয়তান তবু হটে না,
হাজার ঘটনা ছেড়ে
একটা ঘটনা ঘিরে
জানি পথ চলা যায় না ।
তবু কেন দূরে দূরে
ভালো মনে আঘাত করে
জানতে কিছু তুমি চাও না,
আসে আর যায় জানি
কারবালা হয় মানি
ইসলাম তবু জিন্দা হয় না ।

ক্ষমতার লোভে মিছে
ভণ্ড নেতার পিছে
ঘুরছে মানুষ হাজার হাজার,
পোশাকে দেহ ঢেকে
নিজেকে আড়াল রেখে
করছে যতো সব পাপাচার ।
হায়রে মানুষ নামী
চিনলে না স্রষ্টা তুমি
অন্তিম সময়ের রাখো না ধারণা,
আসে আর যায় জানি
কারবালা হয় মানি
ইসলাম তবু জিন্দা হয় না ।।

বলো তুমি কি চাও শ্রীলঙ্কা হোক

বলো তুমি কি চাও শ্রীলঙ্কা হোক
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

বলো তুমি কি চাও
শ্রীলঙ্কা হোক
আমাদের এই দেশ !
যদি না চাও
সম্মান যার তার ফিরিয়ে দাও,
সম্মান পাবে তুমি বেশ ।

জনগণ যাকে চায়
ক্ষমতা সে তো পায়,
তবে কেন ক্ষমতার অপব্যবহার !
ভোটের আগে হাত ধরে
মানুষের দয়া নিয়ে,
আজ কেন হায়নার মত ব্যবহার ।

দুঃখীদের দ্বারে দ্বারে
তুমি সেদিন ঘুরে ছিলে
দিয়েছো কত প্রতিশ্রুতি,
সব কিছু মিছেমিছে
মুখোশ ধারী নেতা সেজে 
উন্নতির শিখরে আজ দুর্নীতি ।।

কালের স্রোত

কালের স্রোত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

থাকবে না রে ওই ক্ষমতা..
তোর থাকবে না রে ওই ক্ষমতা
দেখনা ভেবে এখন,   2বার
সবই কিছু...
সবই কিছু থাকবে পড়ে
আসবে মরণ যখন । 2বার  ঐ

কালের স্রোত বয়েই চলে.. 2বার
আমরা জানি সবাই ...
নেই থেমে নেই জীবন গাড়ি.... 2বার
তবু কেন উদাসীন...
বলনা তবু কেন উদাসীন ! ঐ

কচু পাতায় পানি রে তোর.. 2বার
থাকে নাতো তাও জানিস...
তেমনই ভাই জীবন খানি.... 2বার
তবে কেন এতো অভিমানী..
বলনা কেন এতো অভিমানী । ঐ