বুধবার, ৩১ আগস্ট, ২০২২

হারিয়ে যাবে

হারিয়ে যাবে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

হারিয়ে যাবে বকুলের মুকুল
হারিয়ে যাবে ওই নদীর দুকুল ।
রবে শুধু পড়ে কাট পুড়া ছাই,
ঝরে যাবে নিয়মেই শত শত ফুল ।

হারিয়ে যাবে ওই চাঁদের আলো,
আরো হারিয়ে যাবে তারা গুলো ।
‌সাগরে ঢেউ জানি থাকবে না আর, 
এ ভাবেই সব কিছু হবে নির্মূল ।

তুমি এ ভাবে হারিয়ে যাবে একদিন,
থেমে যাবে সব কিছু নেই বেশি দিন ।
করেছো এই ভবে যত আয়োজন
রয়ে যাবে জীবনের শত শত ভুল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন