কারবালা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
আসে আর যায় জানি
কারবালা হয় মানি
ইসলাম তবু জিন্দা হয় না,
হুসেইনের মতো ত্যাগ
রাশেদার সেই যুগ
ফিরে কি আর পাবো না !!
আজ চারিদিকে বিপ্লবী
ঘিরে আছে পৃথিবী
শয়তান তবু হটে না,
হাজার ঘটনা ছেড়ে
একটা ঘটনা ঘিরে
জানি পথ চলা যায় না ।
তবু কেন দূরে দূরে
ভালো মনে আঘাত করে
জানতে কিছু তুমি চাও না,
আসে আর যায় জানি
কারবালা হয় মানি
ইসলাম তবু জিন্দা হয় না ।
ক্ষমতার লোভে মিছে
ভণ্ড নেতার পিছে
ঘুরছে মানুষ হাজার হাজার,
পোশাকে দেহ ঢেকে
নিজেকে আড়াল রেখে
করছে যতো সব পাপাচার ।
হায়রে মানুষ নামী
চিনলে না স্রষ্টা তুমি
অন্তিম সময়ের রাখো না ধারণা,
আসে আর যায় জানি
কারবালা হয় মানি
ইসলাম তবু জিন্দা হয় না ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন