আল্লাহর ভালোবাসা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
আল্লাহর ভালোবাসা পেতে যদি চাও,
রাসূলের দলে শামিল হও ।
ভালোবেসে ছিল যেমন ওমর ও আলী,
তেমনই ভালোবেসে নিজেকে সাজাও ।
বিলালের ত্যাগ তুমি জানো কি !
জানলেও তা তুমি মানো কি ?
খাব্বাবের মতো যদি সুখী হতে চাও ?
তেমনই ভালোবেসে নিজেকে সাজাও ।
কতো ভালোবেসে ছিল আবুবকর,
ছিলো না তাদের মাঝে অহঙ্কার ।
প্রিয় নবীর সাফায়াত পেতে যদি চাও,
তেমনই ভালোবেসে নিজেকে সাজাও ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন