সোমবার, ২৯ আগস্ট, ২০২২

পরকালের জন্য

পরকালের জন্য
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

শোনো দিয়ে মন
এই ভবেতে থাকবে কতক্ষন,
পরকালের জন্য তুমি
নাও গুছিয়ে ধন ।

এই দুনিয়ার মায়ায় বাঁধন
আছে আপন স্বজন,
তারা থাকবে সেদিন অনেক দূরে
করবে আত্মগোপন ।

ঘরের দোরে আসবে রে তোর খাটিয়া টা যখন
মিছে মিছে স্বজনেরা কাঁদবে রে তখন
দুদিন হওয়ার আগেই ওরা
ভুলবে রে তোর মন  ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন