তওবা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
তওবা পড়ো তওবা করো
তবেই পাবে ক্ষমা,
ভালো দিয়ে নাও ভরে নাও
তোমার আমলনামা ।
চাইলে হয় যে খুশি
মালিক রব্বানা,
উল্টো পথে চললে তোমার
দেবেন তিনি গুনা ।
থাকতে সময় আমলনামায়
নেকি করো জমা ।
ভালো দিয়ে নাও ভরে নাও
তোমার আমলনামা ।
মালিক খুশি হলে তুমি
পাবে পরিত্রাণ,
জীবন তোমার ধন্য হবে
পাবে যে সম্মান ।
ভুল গুলো সব স্মরণ করে
নাও চেয়ে নাও ক্ষমা ।
ভালো দিয়ে নাও ভরে নাও
তোমার আমলনামা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন