সৃষ্টির শ্রেষ্ঠ
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
সৃষ্টির শ্রেষ্ঠ আমরা মানুষ
ইসলাম আমাদের ধর্ম,
শত বাধা পেরিয়ে
করবো কাজ আল্লাহর জন্য ।
আমরা সব আদমের সন্তান,
একই ধ্বনিতে শুনি আজান ।
আমাদের তিনি দিয়েছেন সম্মান,
পাপিদের মাঝে করেনি গন্য ।
জ্ঞান বুদ্ধি বিবেক মোদের
দিয়েছেন তিনি সীমাহীন,
তাঁর অসংখ্য নিয়ামত দিয়ে
মোদের করেছেন ধন্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন