আল্লাহর উপর ভরসা রাখো
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
আল্লাহর উপর ভরসা রাখো
যদি তুমি পেতে চাও প্রশান্তি,
বাঁচিয়ে রেখেছেন তোমার তিনি
তাই নাও চেয়ে নাও শান্তি ।
কষ্টের মাঝে যেমন তুমি
চাও জানি তাঁর কাছে বারবার,
সুখের সময় তেমনই তুমি
করো তাঁর শুকুর গুজার ।
তুমি বধিরদের মতো হবেনা জানি
আনবেনা জীবনে ক্লান্তি ।
বাঁচিয়ে রেখেছেন তোমার তিনি
তাই নাও চেয়ে নাও শান্তি ।
নিঃশ্বাসের বিশ্বাস নেই তো জানি
থাকতে সময় তুমি কাজে লাগাও,
অক্লান্ত পরিশ্রম সার্থক হবে
মনের ময়লা যদি দূর করে দাও ।
তুমি সার্থক জীবন তবেই পাবে
অল্পতে হবে জানি সন্তুষ্টি ।
বাঁচিয়ে রেখেছেন তোমার তিনি
তাই নাও চেয়ে নাও শান্তি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন