রবিবার, ২১ আগস্ট, ২০২২

মন্দ কথা মন্দই হয়

মন্দ কথা মন্দই হয়
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

মন্দ কথা মন্দই হয় ভালো লাগে না, 
মন্দের সাথে মিশে তুমি একাকার হয়োনা ।
মন্দ পথে হয়তো তুমি হবে বড়ো
লাঞ্ছনা নিয়ে থাকবে বেঁচে একবার ভাবো ?

মন্দ কাজে সঙ্গী পাবে মন্দ লোকের, 
মন্দ কাজের খোরাক হবে জাহান্নামের ।
মন্দ মন্দই হয় মন্দ পথে যেওনা,
মন্দের সাথে মিশে তুমি একাকার হয়োনা ।

ভালোর সাথে মন্দ মিশে ভেজাল হয়োনা,
সঠিক পথে খাঁটি হয়ে থাকতে ভুলো না ।
ত্যাগ বিনিময় জান্নাত পাবে দেবেন রাব্বানা,
মন্দের সাথে মিশে তুমি একাকার হয়োনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন