মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

কালের স্রোত

কালের স্রোত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া

থাকবে না রে ওই ক্ষমতা..
তোর থাকবে না রে ওই ক্ষমতা
দেখনা ভেবে এখন,   2বার
সবই কিছু...
সবই কিছু থাকবে পড়ে
আসবে মরণ যখন । 2বার  ঐ

কালের স্রোত বয়েই চলে.. 2বার
আমরা জানি সবাই ...
নেই থেমে নেই জীবন গাড়ি.... 2বার
তবু কেন উদাসীন...
বলনা তবু কেন উদাসীন ! ঐ

কচু পাতায় পানি রে তোর.. 2বার
থাকে নাতো তাও জানিস...
তেমনই ভাই জীবন খানি.... 2বার
তবে কেন এতো অভিমানী..
বলনা কেন এতো অভিমানী । ঐ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন