আল্লাহু আকবার
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া
আল্লাহু আকবার আল্লাহু আকবার,
আল্লাহু আকবার আল্লাহু আকবার,
এই পৃথিবী সব সৃষ্টি
পড়ে তোমার তাসবী ।
তুমি সৃষ্টি করেছো সাত আসমান,
নানান রঙে সাজিয়েছো বাগান ।
ফুল কলি ভুলেনি তোমার গুনগান,
ওগো মালিক মহিয়ান ।
তাসবীহ পড়ে সদা তোমার নামে ওরা
ভুলেনি ছড়াতে সুরভী ।
পাখিরা গায় গান তোমার নামে,
সাগরের ঢেউ জানি হুকুম মানে ।
গুনগান গায় সব ফেরেস্তারা
ওগো তোমার শানে ।
তাসবী পড়ে সদা তোমার নামে ওরা
মেনে চলে হুকুম সবি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন