শনিবার, ২৯ জুলাই, ২০১৭

গান:- নীল আকাশের গায়


      নীল আকাশের গায়
   মোঃ তরিকুল ইসলাম মন্ডল
         মধ‍্যবেনা,বাদুড়িয়া
         (গান)
নীল অকাশের গায়
চাঁদটি আলো দেয় ।
ছোটো বড়ো তাঁরা গুলো
মেতে থাকে খেলায় ।

মেঘেরা খেলা করে উড়ে উড়ে
কখনো বৃষ্টি হয়ে ঝরে পড়ে ।
সাগর নদী ঝর্ণাধারারা
আপন মনে বয়ে যায় ।

ওই আকাশে পাখিরা ঝাঁকে ঝাঁকে
মিষ্টি সুরে গান গায় ডেকে ডেকে ।
সন্ধা হতেই তারা সবাই
আপন ঘরে ফিরে যায় ।।
             সমাপ্ত

10/07/2017
সময়:- 2:30pm
লেখা:- আঠুরিয়া,
উত্তর24পরগনা

গান:- আল্লাহু আল্লাহু নাম

              আল্লাহু আল্লাহু নাম
          তরিকুল ইসলাম খালাসী 
               মধ‍্যবেনা,বাদুড়িয়া

আল্লাহু আল্লাহু নাম
জপি সারাক্ষন ।

ওই নামেতেই এতো মধু
মিষ্টি ফুরাই না ।

আল্লাহু আল্লাহু নাম
জপি সারাক্ষন ।

মৌমাছিরা ফুলে ফুলে
মধু করে আহরণ ।

মৌমাছিরা আর বসে না
ফুলের মধু ফুরাই যখন ।

আল্লাহু আল্লাহু নাম
জপি সারাক্ষন ।।
        সমাপ্ত

কবিতা:- ধর্ম মানে কি?

                      ধর্ম মানে কি
            তরিকুল ইসলাম খালাসী 
                 মধ‍্যবেনা,বাদুড়িয়া

ধর্ম মানে কি প্রতিহিংসা ?
ধর্ম মানে কি কুভাষা ?
ধর্ম মানে কি হতাশা ?

ধর্ম মানে কি অন‍্য ধর্মের প্রতি
তরোয়ালের আঘাত?
ধর্ম মানে কি সংঘাত ?

ধর্ম মানে কি একতা নয় ?
ধর্ম মানে কি ভালবাসা নয় ?
ধর্ম মানে কি জানা বোঝার স্থান নয় ?

ধর্ম মানে কি একে অন‍্যের বিপদে
ঝাপিয়ে পড়া নয় ?
ধর্ম মানে কি মুক্তির পথ নয় ?

ধর্ম মানে কি উসকানি মুলোক কথা বলা ?
ধর্ম মানে কি কাউকে বিপদে ফেলা ?
ধর্ম মানে কি মন চাই জিন্দেগীর পথে চলা ?

ধর্ম মানে এই যদি না হয়
তাহলে কেন করো
ধর্মের নামে অপব‍্যক্ষা !!
               সমাপ্ত

17/07/2017
সময়:- 8:49am
লেখা:- উত্তর বেনা
জামিয়া আশরাফুল উলুম বেনা মাদ্রাসার পাশে
আত্মীয়র বাড়িতে বসে ।
বাদুড়িয়া,উত্তর24পরগনা 

গান:- তোমার সম

                 তোমার সম
     মোঃ তরিকুল ইসলাম মন্ডল
            মধ‍্যবেনা,বাদুড়িয়া
      (গান)
চাঁদ সূর্য দিয়েই তুমি
সাঁজিয়েছো এই ধরা ।

এই ধরাতেই তুমি আবার
মানুষকে করেছো সেরা ।

তোমার সৃষ্টি সাত আসমান
বিনা খুঁটিতে আছে বলেই তুমি যে মহান ।

তোমার সম নেই তো কেউ আর
তুমি পাগল পারা ।

এই ধরাতে তুমি আবার
মানুষকে করেছো সেরা ।

তোমার দয়ায় বেঁচে আছে
মোদের সকল প্রাণ ।

মোরা সবাই তাছবি জপি
গায় তো তোমার গান ।
                সমাপ্ত

01/07/2017
সময়:-8:10am
লেখা:-বাড়ির পাশে
সব্জী খেতে ।
উত্তর 24 পরগনা


কবিতা:- আদর্শের ভিত্তিতে

               আদর্শের ভিত্তিতে
        মোঃ তরিকুল ইসলাম মন্ডল
              মধ‍্যবেনা,বাদুড়িয়া

লোহা শক্ত
আগুনের কাছে নয় ।

আগুন কঠিণ
জলের কাছে নয় ।

তুমি সৎ
তার দাও পরিচয় ।

তাহলে তোমার আবার
কিসের ভয় !

হিংসা আছে বলেই
ভালোবাসার জয় ।

শত্রু না থাকলে কি আর
বন্ধু পাওয়া যায় ?

জীবন আছে তাই
মৃত‍্যু হয় ।

দুঃখ আসলেই
শান্তি বর্ষিত হয় ।

শান্তি কি আর
বাজারে পাওয়া যায় ?

আদর্শের ভিত্তিতে
মানুষ মানুষের মতোই হয় ।।

              সমাপ্ত

21/07/2017
সময়:-10:10am
লেখা:- রামচন্দ্রপুর হাট থেকে ফেরার
পথে শুরু ।
24/07/2017
সময়:-8:25am
 সমাপ্ত
বাড়িতে বসে ।
বাদুড়িয়া, উত্তর24পরগনা

কবিতা:-প্রাপ্য বুঝে নিতে

              প্রাপ‍্য বুঝে নিতে
        তরিকুল ইসলাম খালাসী 
            মধ‍্যবেনা,বাদুড়িয়া

ফুট পথের ধারে
কতো অসহায়কে দেখা যায়
কিন্তু বর্তমান সময়
কে কার খোজ নেয় ।

বরং ওদের মাথায় কাঁঠাল রেখে
কি ভাবে খাওয়া যায়
এই নিয়েই এ দেশে
খুব গোবেষণা হয় ।

মঞ্চে বুলি দিয়ে দেশের দুর্দশা দূর করে
কিন্তু বাস্তাবে একশিকেও নয়
এই তো যাদের করেছি বিশ্বাস
তাদের পরিচয় ।

আসলে চোরের কি আর বিচার আছে
কার জিনিস করছি চুরি !
কিছু না পেলেও পেলাম তো
ছেঁড়া পুটলা থলি ।

এ দেশে চোরেদের
জামাই আদর হয়
শেষ বেশ শশুরের
মেয়ে রেখেও পালায় ।

তাই আর জামাই আদর নয়
নিজের প্রাপ‍্য বুঝে নিতে
এসো সবাই এক সাথেই
এগিয়ে যায় ।।
              সমাপ্ত

24/07/2017
সময়:-01:35
লেখা:-বাড়িতেই বসে
উত্তর 24 পরগনা

কবিতা:- বাঁধার প্রাচীর ভেঙ্গে ফেলুন

          বাঁধার প্রাচীর ভেঙ্গে ফেলুন
         মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

হিন্দু মুসলিম জৈন খ্রীষ্টান
সবাই মানুষ তাঁরই দান
কেউ ডাকে আল্লাহ কেউ ডাকে ভগবান
নয় ভেদাভেদ সবাই সমান ।

শিখি একই প্রতিষ্ঠানের ভাষা জ্ঞান
স্কুল কলেজ বিদ্যমান
হয় হিন্দু না হয় মুসলমান
আমাদেরই শিক্ষক হন ।

একই সাথে করি রক্তদান ।
কেউ জৈন কেউ খ্রীষ্টান
হোক না সে মুসলমান
সকলেরই চাওয়া বেঁচে উঠুক একটি প্রাণ ।

একই পুকুরে করি স্নান
হয় সব কিছুতেই আদান প্রদান
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সম্মান
আল্লাহ করেছেন দান ।

হিন্দু মুসলিম সুস্থ থাকুন
বাঁধার প্রাচীর ভেঙ্গে ফেলুন
নতুন সমাজ গড়ে তুলুন
এই হোক মোদের স্লোগান ।।
              সমাপ্ত

29/07/2017
সময়:-02:20pm
লেখা:-বাদুড়িয়া হিন্দু মুসলিমের বিভেদ নিয়ে ।
রচনা:- বাড়িতেই বসে
উত্তর 24 পরগনা

শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

কবিতা:- ঈদের দাবি

ঈদের দাবি
   তরিকুল ইসলাম খালাসী 

এতিম মিস্কিনের মুখের হাসি
ঈদ করেছে দাবি
নতুন কাপড় লাক্সা-সিমায়
পায় যেন ওরা সবি ।

ঈদের দাবি ত্রিশটি রোজা
আরও দাবি যাকাত
যাদের নেই পিতা-মাতা
তাদের রাখো মাথায় হাত ।

ঈদের দাবি পাঁচ ওয়াত নামাজ
আরও দাবি জামায়াত
আমরা মেনে নিলেই তবে
ঈদ করিবে সাফায়াত ।

ঈদের দাবি হিংসা নয়
হও একে অপরের বন্ধু
হোক না সে জৈন-খ্রিস্টান
যদিও হয় হিন্দু ।।

              সমাপ্ত

19জুন 2017
সময় 1:30 মিনিট pm
23শে রমজান,

গান:- ভালো মন্দ

                       ভালো মন্দ
          মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                 মধ‍্যবেনা,বাদুড়িয়া

চাঁদের আলো ঘরে এলো
তবু কেন অন্ধকার ?

ভুকা যিনি খাদ‍্য পেলো
তবে কেন হাহাকার ?

অভাব ছিলো শান্তি ছিলো
এখন শান্তি কথায় গেলো ?

রোগ ছিলো রোগ এলো
তাই তো রোগের সিজার হলো ।

এমন সময় পেয়েছি মোরা
ভালো মন্দর নেই বিচার ।

পিতার উপর চোখ রাঙ্গানো
এই তো এখন ছেলের আচার ।

স্মৃতি ভালো শিক্ষিত হলো
সমাজ কেন গোল্লায় গেলো ?

দুষ্টু বিড়াল ঢুকলো ঘরে
তাই তো সবই লুটে খেলো ।।
              সমাপ্ত

22/06/2017
সময়:-7:24pm
লেখা:- বাড়িতেই বসে ।

গান:- না বসে থেকো না

না!বসে থেকো না
মোঃ তরিকুল ইসলাম মন্ডল

না!বসে থেকো না
মিথ্যা কে তুমি ভয় পেয়েও না
সত্য একদিন হইবেই জয়
এই কথা তুমি ভুলো না ।
                   ঐ
খোদার হুকুমে চলছে সবাই
সময় কাঁটাও কেন হেলায় খেলায়
জালিমের কৌশল যদি হয় দুর্বল
তাদের ওই হুমকিতে সরে যেয়ো না ।
                   ঐ
করোও ওমর আলীর(রঃ)মতো মজবুত ঈমান
এসো মোরা হই বীর-উসমান  (রঃ)।
যাদেরই রক্তে পেয়েছি ইসলাম
তাদের ওই পথ ছেড়ে দিও না ।।

                     সমাপ্ত
31/05/2016

কবিতা:- তোমাকে ভালোবাসি বলেই

         তোমাকে ভালোবাসি বলেই
        মোঃ তরিকুল ইসলাম মন্ডল
              মধ‍্যবেনা,বাদুড়িয়া

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
ওই অন্ধকার পথে যেওনা ।

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
ওই আগুনে হাত দিওনা ।

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
ওই মাদকের সাথে ওঠা বসা করো না ।

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
কাউকে রক্তপাত করো না ।

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
অন্য ধর্মকে গালি দিওনা ।

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
স্বদাচরণ ছেড়ো না ।

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
অন্যায়ের প্রতিবাদ করতে ভুলো না ।

মনে রেখো
এমন বন্ধু কিন্তু
আর কখনো পাবে না ।।
             সমাপ্ত

20/07/2017
সময়:-12:21pm
লেখা:- উত্তর বেনা
জামিয়া আশরাফুল উলুম বেনা মাদ্রাসার পাশে
শশুরালয়ে বসে ।
বাদুড়িয়া,উত্তর24পরগনা 

সোমবার, ১৭ জুলাই, ২০১৭

গান:- গরীবের মনের ব‍্যাথা

               গরীবের মনের ব‍্যাথা
         মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                মধ‍্যবেনা,বাদুড়িয়া

গরিব দুখির দুঃখ গুলো
কে বুঝিবে ভাই !
ওপর তলাতে বসে কি আর
দুঃখ বোঝা যায় ?

দক্ষীণা বাতাস আটকে দিলে
ভাবলে না একবার ।
রোগে সোগে জরজরিত
খোজ ন্যাই কে কার !

আজ বড়ো অসহায়
নেইকো ঘরে খাবার ।
তোমরা থাকতেও
কেন এতো হাহাকার ?

আমরা গরিব বলে তুমি
থাকো দূরে দূরে
কিছু দেওয়ার ভয়ে তুমি
তালা দাও দুয়ারে ।

গরিব বলে পরনে আমার
আছে ছেঁড়া কাপড়
তাই তো তোমরা যখন তখন
মারো গালে থাপ্পড় ।

আমরা গরিব বলে থাপ্পড়
খেয়েও প্রতিবাদ করি না
তোমরা মোদের মানুষ বলে
এই জগতে দাম দিলে না ।

আল্লাহ তোমাদের ক্ষমা করুন
এই মোদের মনের বাসনা ।
আমরা গরিব বলে মোদের মনে
 এতো দুঃখ যন্ত্রণা ।।
                    সমাপ্ত

09/07/2017
সময়:-08:40am
লেখা:- বাড়িতেই বসে ।

গান:- আকাশের গায়

                   আকাশের গায়
          মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                  মধ‍্যবেনা,বদুড়িয়া

আকাশের গায়
দাগ কভু থাকে না
মেঘ মালারা হারাতে পারে না ।

দমকা হাওয়া এসে
মিষ্টি হাসি হেসে
ঝরে পড়ে বৃষ্টি এই দুনিয়ায় ।

আকাশের গায়
দাগ কভু থাকে না.....

মেঘেরা সূর্যকে আড়াল করে
সূর্যকে ধরে কি আর
রাখতে পারে ?

গভীর রাতের অন্ধকারে
ঘাসের ওপর শিশির ঝরে
সবই তাঁর ইশারায় ।

আকাশের গায়
দাগ কভু থাকে না.....
            সমাপ্ত

07/07/2017
সময়:-09:50am
লেখা:-তারাগুনিয়া
হাবিল কাবিলের ফোনের দোকানে বসে ।
বাদুড়িয়া, উত্তর24পরগনা 

কবিতা:-প্রশ্নের উত্তর পেতে

                  প্রশ্নের উত্তর পেতে  
              তরিকুল ইসলাম খালাসী 
                 মধ‍্যবেনা,বাদুড়িয়া

তুমি কি আকাশকে
একবারও প্রশ্ন করেছো,
হে আকাশ! তুমি কেন বৃষ্টি ঝরাও ?

তুমি বাতাসকে হয়তো প্রশ্ন করেছো,
হে বাতাস! কেন তুমি ঘর বাড়িকে
উঁড়িয়ে নিয়ে যাও !

তুমি সূর্যকে প্রশ্ন করতে পারো,
হে সূর্য! তুমি কেন
মেঘের আড়াল হও ?

তুমি পায়ের তলার মাটিকে প্রশ্ন করো,
হে মাটি! তুমি কেন উত্তপ্ত রৌদ্রে
চৌচির হয়ে যাও ?

প্রশ্ন এখানে শেষ নয়
আরো প্রশ্ন করো,
নদী! তুমি কেন ভাঁটা হও ?

তুমি যদি পারো
সাগরের ওই সব প্রাণীকে প্রশ্ন করো,
হে বিশাল প্রাণী!তোমরা কি খাও ?

তুমি পাহাড়ের চুড়ো থেকে নেমে আসা
ঝর্ণাধারাকেও যদি প্রশ্ন করো,
হে ঝর্ণা! তুমি কোথাথেকে আসো আর কোথায় চলে যাও ?

এই সব প্রশ্নের উত্তর পেতে কি
তুমি সত্যিই অবাক হও ?
তাহলে কেন! স্রষ্টাকে ভুলে যাও ?
                  সমাপ্ত

16/07/2017
সময়:- 8:24am
লেখা:- কেওটশাহ পাকা ইন্দারার পাশে
মমতাজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে বসে ।
বাদুড়িয়া,
উত্তর24পরগনা ।

কবিতা:- বন্ধ হোক মোরগের লড়াই

          বন্ধ হোক মোরগের লড়াই
          তরিকুল ইসলাম খালাসী 
              ম‍ধ‍্যবেনা, বাদুড়িয়া

দুই মোরগের পায়
ছুরি বাদলেই হয়
মোরগ লড়াই ।

কারো ব‍্যাথায় কষ্টে
বুক ফেটে যায়,
কেউ আবার আনন্দ পায় ।

সত‍্যিই কি আনন্দদায়ক
মোরগ লড়াই
না জীবনের মারাত্মক ক্ষতি রূপ ন‍্যাই ?

এই দেশে রাজ‍্যে রাষ্ট্রে গ্রাম গঞ্জে
আমরা শান্তি চাই
বন্ধ হোক  মোরগের লড়াই  ।।

               সমাপ্ত

13/07/2017
সময়:- 12:20pm
লেখা:- কেওটশাহ হাট থেকে বাড়ি ফেরার পথে
বাদুড়িয়া,উত্তর24পরগনা 

গান:-তোমারই দান

                তোমারই দান
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল
               মধ‍্যবেনা,বাদুড়িয়া

আকাশ বাতাস চন্দ্র তাঁরা
তোমার প্রেমে পাগল পারা
তাই তো গায় তোমার গুনো গান ‌।

সাগর নদী ঝর্ণাধারা
মেঘ ঘোনিয়ে বৃষ্টি ঝরা
সবই তোমার দান ।

তোমার প্রেমে পাগল হয়ে
ঝরলো কতো জীবন ।।

গাছগাছালি পাখপাখালি
পাখির কলরব
সৃষ্টি তোমার সব ।

রাতের পরে দিনকে আনা
দিনের পরে রাত
তোমার নিয়মে বাঁধা সব ।

তোমার রহম পেয়ে মোদের
ধন‍্য হলো জীবন ।।

                সমাপ্ত

কবিতা:- এক ফোঁটা রক্তের দাম

           এক ফোঁটা রক্তের দাম
      মোঃ তরিকুল ইসলাম মন্ডল
              মধ‍্যবেনা,বাদুড়িয়া

এক ফোঁটা রক্তের দাম
পারবে কি তুমি দিতে
তাহলে কেন অন‍্যের
রক্ত ঝরাও ?

তুমি কেন গরিবের পেটে
লাথি মেরে
অর্থ ছিনিয়ে নিয়ে
লুটে পুটে খাও ?

তুমি প্রতিস্রুতি নষ্ট করে
সেদিনের বুলি ভুলে
কেন আজ যুবকের বুকে
গুলি চালাও ?

তুমি পরিচয় দিয়েছিলে মানুষের মতো
কিন্তু হায়নার মতো তোমার আচার ব‍্যবহার
ও বুঝেছি.....
তুমি সাপের মতো ঘন-ঘন খলোস পালটাও ।

তুমি যানো এর পরিণতি কি হয় ?
আমরা আছি অপেক্ষায়
এখনো সময় আছে সূর্য উদয় হওয়ার আগে
যার যা প্রাপ‍্য বুঝে দিয়ে দাও ।।
                    সমাপ্ত
11/07/2017
সময়:- 6:35am
লেখা:- আঠুরিয়া,উত্তর24পরগনা

গান:- ঈদ মোবারক

              ঈদ মোবারক
  মোঃ তরিকুল ইসলাম খালাসী
        মধ‍্যবেনা, বাদুড়িয়া

ঈদ মোবারক ঈদ 
ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক ঈদ 

খুশির ঈদ এলো আবার 
একটি বছর পরে,
মাহে রমজান পূর্ণ করে
আনন্দে গেয়ে যাই বাঁচ্চারা গীত ।

ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ।।

রোযাদার রোযা রেখে পেলো খুশির ঈদ
এই রমজান মাসে নাজিল হলো কুর'আন মাজিদ।
তারি তরে পেয়েছি মোরা
আজ খুশির ঈদ।

ঈদ মোবারক ঈদ,ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক।।

গরিব দঃখির পাশে থেকো হে মমিন
তাদের তুমি খুশি রাখো ঈদের দিন।
তাদের হাসি মোদের খুশি 
তাই তো পেলাম ঈদ।

ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ ।।
                সমাপ্ত
24থেকে25/06/2017