না!বসে থেকো না
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
না!বসে থেকো না
মিথ্যা কে তুমি ভয় পেয়েও না
সত্য একদিন হইবেই জয়
এই কথা তুমি ভুলো না ।
ঐ
খোদার হুকুমে চলছে সবাই
সময় কাঁটাও কেন হেলায় খেলায়
জালিমের কৌশল যদি হয় দুর্বল
তাদের ওই হুমকিতে সরে যেয়ো না ।
ঐ
করোও ওমর আলীর(রঃ)মতো মজবুত ঈমান
এসো মোরা হই বীর-উসমান (রঃ)।
যাদেরই রক্তে পেয়েছি ইসলাম
তাদের ওই পথ ছেড়ে দিও না ।।
সমাপ্ত
31/05/2016
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
না!বসে থেকো না
মিথ্যা কে তুমি ভয় পেয়েও না
সত্য একদিন হইবেই জয়
এই কথা তুমি ভুলো না ।
ঐ
খোদার হুকুমে চলছে সবাই
সময় কাঁটাও কেন হেলায় খেলায়
জালিমের কৌশল যদি হয় দুর্বল
তাদের ওই হুমকিতে সরে যেয়ো না ।
ঐ
করোও ওমর আলীর(রঃ)মতো মজবুত ঈমান
এসো মোরা হই বীর-উসমান (রঃ)।
যাদেরই রক্তে পেয়েছি ইসলাম
তাদের ওই পথ ছেড়ে দিও না ।।
সমাপ্ত
31/05/2016
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন