ভালো মন্দ
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা,বাদুড়িয়া
চাঁদের আলো ঘরে এলো
তবু কেন অন্ধকার ?
ভুকা যিনি খাদ্য পেলো
তবে কেন হাহাকার ?
অভাব ছিলো শান্তি ছিলো
এখন শান্তি কথায় গেলো ?
রোগ ছিলো রোগ এলো
তাই তো রোগের সিজার হলো ।
এমন সময় পেয়েছি মোরা
ভালো মন্দর নেই বিচার ।
পিতার উপর চোখ রাঙ্গানো
এই তো এখন ছেলের আচার ।
স্মৃতি ভালো শিক্ষিত হলো
সমাজ কেন গোল্লায় গেলো ?
দুষ্টু বিড়াল ঢুকলো ঘরে
তাই তো সবই লুটে খেলো ।।
সমাপ্ত
22/06/2017
সময়:-7:24pm
লেখা:- বাড়িতেই বসে ।
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা,বাদুড়িয়া
চাঁদের আলো ঘরে এলো
তবু কেন অন্ধকার ?
ভুকা যিনি খাদ্য পেলো
তবে কেন হাহাকার ?
অভাব ছিলো শান্তি ছিলো
এখন শান্তি কথায় গেলো ?
রোগ ছিলো রোগ এলো
তাই তো রোগের সিজার হলো ।
এমন সময় পেয়েছি মোরা
ভালো মন্দর নেই বিচার ।
পিতার উপর চোখ রাঙ্গানো
এই তো এখন ছেলের আচার ।
স্মৃতি ভালো শিক্ষিত হলো
সমাজ কেন গোল্লায় গেলো ?
দুষ্টু বিড়াল ঢুকলো ঘরে
তাই তো সবই লুটে খেলো ।।
সমাপ্ত
22/06/2017
সময়:-7:24pm
লেখা:- বাড়িতেই বসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন