সোমবার, ১৭ জুলাই, ২০১৭

গান:- আকাশের গায়

                   আকাশের গায়
          মোঃ তরিকুল ইসলাম মন্ডল
                  মধ‍্যবেনা,বদুড়িয়া

আকাশের গায়
দাগ কভু থাকে না
মেঘ মালারা হারাতে পারে না ।

দমকা হাওয়া এসে
মিষ্টি হাসি হেসে
ঝরে পড়ে বৃষ্টি এই দুনিয়ায় ।

আকাশের গায়
দাগ কভু থাকে না.....

মেঘেরা সূর্যকে আড়াল করে
সূর্যকে ধরে কি আর
রাখতে পারে ?

গভীর রাতের অন্ধকারে
ঘাসের ওপর শিশির ঝরে
সবই তাঁর ইশারায় ।

আকাশের গায়
দাগ কভু থাকে না.....
            সমাপ্ত

07/07/2017
সময়:-09:50am
লেখা:-তারাগুনিয়া
হাবিল কাবিলের ফোনের দোকানে বসে ।
বাদুড়িয়া, উত্তর24পরগনা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন