সোমবার, ১৭ জুলাই, ২০১৭

গান:- ঈদ মোবারক

              ঈদ মোবারক
  মোঃ তরিকুল ইসলাম খালাসী
        মধ‍্যবেনা, বাদুড়িয়া

ঈদ মোবারক ঈদ 
ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক ঈদ 

খুশির ঈদ এলো আবার 
একটি বছর পরে,
মাহে রমজান পূর্ণ করে
আনন্দে গেয়ে যাই বাঁচ্চারা গীত ।

ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ।।

রোযাদার রোযা রেখে পেলো খুশির ঈদ
এই রমজান মাসে নাজিল হলো কুর'আন মাজিদ।
তারি তরে পেয়েছি মোরা
আজ খুশির ঈদ।

ঈদ মোবারক ঈদ,ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক।।

গরিব দঃখির পাশে থেকো হে মমিন
তাদের তুমি খুশি রাখো ঈদের দিন।
তাদের হাসি মোদের খুশি 
তাই তো পেলাম ঈদ।

ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ ।।
                সমাপ্ত
24থেকে25/06/2017




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন