শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

কবিতা:- তোমাকে ভালোবাসি বলেই

         তোমাকে ভালোবাসি বলেই
        মোঃ তরিকুল ইসলাম মন্ডল
              মধ‍্যবেনা,বাদুড়িয়া

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
ওই অন্ধকার পথে যেওনা ।

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
ওই আগুনে হাত দিওনা ।

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
ওই মাদকের সাথে ওঠা বসা করো না ।

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
কাউকে রক্তপাত করো না ।

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
অন্য ধর্মকে গালি দিওনা ।

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
স্বদাচরণ ছেড়ো না ।

তোমাকে ভালোবাসি বলেই
নিষেদ্ধ করি
অন্যায়ের প্রতিবাদ করতে ভুলো না ।

মনে রেখো
এমন বন্ধু কিন্তু
আর কখনো পাবে না ।।
             সমাপ্ত

20/07/2017
সময়:-12:21pm
লেখা:- উত্তর বেনা
জামিয়া আশরাফুল উলুম বেনা মাদ্রাসার পাশে
শশুরালয়ে বসে ।
বাদুড়িয়া,উত্তর24পরগনা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন