সোমবার, ১৭ জুলাই, ২০১৭

কবিতা:- বন্ধ হোক মোরগের লড়াই

          বন্ধ হোক মোরগের লড়াই
          তরিকুল ইসলাম খালাসী 
              ম‍ধ‍্যবেনা, বাদুড়িয়া

দুই মোরগের পায়
ছুরি বাদলেই হয়
মোরগ লড়াই ।

কারো ব‍্যাথায় কষ্টে
বুক ফেটে যায়,
কেউ আবার আনন্দ পায় ।

সত‍্যিই কি আনন্দদায়ক
মোরগ লড়াই
না জীবনের মারাত্মক ক্ষতি রূপ ন‍্যাই ?

এই দেশে রাজ‍্যে রাষ্ট্রে গ্রাম গঞ্জে
আমরা শান্তি চাই
বন্ধ হোক  মোরগের লড়াই  ।।

               সমাপ্ত

13/07/2017
সময়:- 12:20pm
লেখা:- কেওটশাহ হাট থেকে বাড়ি ফেরার পথে
বাদুড়িয়া,উত্তর24পরগনা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন