শনিবার, ২৯ জুলাই, ২০১৭

গান:- নীল আকাশের গায়


      নীল আকাশের গায়
   মোঃ তরিকুল ইসলাম মন্ডল
         মধ‍্যবেনা,বাদুড়িয়া
         (গান)
নীল অকাশের গায়
চাঁদটি আলো দেয় ।
ছোটো বড়ো তাঁরা গুলো
মেতে থাকে খেলায় ।

মেঘেরা খেলা করে উড়ে উড়ে
কখনো বৃষ্টি হয়ে ঝরে পড়ে ।
সাগর নদী ঝর্ণাধারারা
আপন মনে বয়ে যায় ।

ওই আকাশে পাখিরা ঝাঁকে ঝাঁকে
মিষ্টি সুরে গান গায় ডেকে ডেকে ।
সন্ধা হতেই তারা সবাই
আপন ঘরে ফিরে যায় ।।
             সমাপ্ত

10/07/2017
সময়:- 2:30pm
লেখা:- আঠুরিয়া,
উত্তর24পরগনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন