তোমার সম
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা,বাদুড়িয়া
(গান)
চাঁদ সূর্য দিয়েই তুমি
সাঁজিয়েছো এই ধরা ।
এই ধরাতেই তুমি আবার
মানুষকে করেছো সেরা ।
তোমার সৃষ্টি সাত আসমান
বিনা খুঁটিতে আছে বলেই তুমি যে মহান ।
তোমার সম নেই তো কেউ আর
তুমি পাগল পারা ।
এই ধরাতে তুমি আবার
মানুষকে করেছো সেরা ।
তোমার দয়ায় বেঁচে আছে
মোদের সকল প্রাণ ।
মোরা সবাই তাছবি জপি
গায় তো তোমার গান ।
সমাপ্ত
01/07/2017
সময়:-8:10am
লেখা:-বাড়ির পাশে
সব্জী খেতে ।
উত্তর 24 পরগনা
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা,বাদুড়িয়া
(গান)
চাঁদ সূর্য দিয়েই তুমি
সাঁজিয়েছো এই ধরা ।
এই ধরাতেই তুমি আবার
মানুষকে করেছো সেরা ।
তোমার সৃষ্টি সাত আসমান
বিনা খুঁটিতে আছে বলেই তুমি যে মহান ।
তোমার সম নেই তো কেউ আর
তুমি পাগল পারা ।
এই ধরাতে তুমি আবার
মানুষকে করেছো সেরা ।
তোমার দয়ায় বেঁচে আছে
মোদের সকল প্রাণ ।
মোরা সবাই তাছবি জপি
গায় তো তোমার গান ।
সমাপ্ত
01/07/2017
সময়:-8:10am
লেখা:-বাড়ির পাশে
সব্জী খেতে ।
উত্তর 24 পরগনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন