সোমবার, ১৭ জুলাই, ২০১৭

গান:-তোমারই দান

                তোমারই দান
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল
               মধ‍্যবেনা,বাদুড়িয়া

আকাশ বাতাস চন্দ্র তাঁরা
তোমার প্রেমে পাগল পারা
তাই তো গায় তোমার গুনো গান ‌।

সাগর নদী ঝর্ণাধারা
মেঘ ঘোনিয়ে বৃষ্টি ঝরা
সবই তোমার দান ।

তোমার প্রেমে পাগল হয়ে
ঝরলো কতো জীবন ।।

গাছগাছালি পাখপাখালি
পাখির কলরব
সৃষ্টি তোমার সব ।

রাতের পরে দিনকে আনা
দিনের পরে রাত
তোমার নিয়মে বাঁধা সব ।

তোমার রহম পেয়ে মোদের
ধন‍্য হলো জীবন ।।

                সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন