প্রশ্নের উত্তর পেতে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া
তুমি কি আকাশকে
একবারও প্রশ্ন করেছো,
হে আকাশ! তুমি কেন বৃষ্টি ঝরাও ?
তুমি বাতাসকে হয়তো প্রশ্ন করেছো,
হে বাতাস! কেন তুমি ঘর বাড়িকে
উঁড়িয়ে নিয়ে যাও !
তুমি সূর্যকে প্রশ্ন করতে পারো,
হে সূর্য! তুমি কেন
মেঘের আড়াল হও ?
তুমি পায়ের তলার মাটিকে প্রশ্ন করো,
হে মাটি! তুমি কেন উত্তপ্ত রৌদ্রে
চৌচির হয়ে যাও ?
প্রশ্ন এখানে শেষ নয়
আরো প্রশ্ন করো,
নদী! তুমি কেন ভাঁটা হও ?
তুমি যদি পারো
সাগরের ওই সব প্রাণীকে প্রশ্ন করো,
হে বিশাল প্রাণী!তোমরা কি খাও ?
তুমি পাহাড়ের চুড়ো থেকে নেমে আসা
ঝর্ণাধারাকেও যদি প্রশ্ন করো,
হে ঝর্ণা! তুমি কোথাথেকে আসো আর কোথায় চলে যাও ?
এই সব প্রশ্নের উত্তর পেতে কি
তুমি সত্যিই অবাক হও ?
তাহলে কেন! স্রষ্টাকে ভুলে যাও ?
সমাপ্ত
16/07/2017
সময়:- 8:24am
লেখা:- কেওটশাহ পাকা ইন্দারার পাশে
মমতাজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে বসে ।
বাদুড়িয়া,
উত্তর24পরগনা ।
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা,বাদুড়িয়া
তুমি কি আকাশকে
একবারও প্রশ্ন করেছো,
হে আকাশ! তুমি কেন বৃষ্টি ঝরাও ?
তুমি বাতাসকে হয়তো প্রশ্ন করেছো,
হে বাতাস! কেন তুমি ঘর বাড়িকে
উঁড়িয়ে নিয়ে যাও !
তুমি সূর্যকে প্রশ্ন করতে পারো,
হে সূর্য! তুমি কেন
মেঘের আড়াল হও ?
তুমি পায়ের তলার মাটিকে প্রশ্ন করো,
হে মাটি! তুমি কেন উত্তপ্ত রৌদ্রে
চৌচির হয়ে যাও ?
প্রশ্ন এখানে শেষ নয়
আরো প্রশ্ন করো,
নদী! তুমি কেন ভাঁটা হও ?
তুমি যদি পারো
সাগরের ওই সব প্রাণীকে প্রশ্ন করো,
হে বিশাল প্রাণী!তোমরা কি খাও ?
তুমি পাহাড়ের চুড়ো থেকে নেমে আসা
ঝর্ণাধারাকেও যদি প্রশ্ন করো,
হে ঝর্ণা! তুমি কোথাথেকে আসো আর কোথায় চলে যাও ?
এই সব প্রশ্নের উত্তর পেতে কি
তুমি সত্যিই অবাক হও ?
তাহলে কেন! স্রষ্টাকে ভুলে যাও ?
সমাপ্ত
16/07/2017
সময়:- 8:24am
লেখা:- কেওটশাহ পাকা ইন্দারার পাশে
মমতাজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে বসে ।
বাদুড়িয়া,
উত্তর24পরগনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন