সোমবার, ২৯ মে, ২০২৩

যার ব্যবহারে আল্লাহ খুশি

যার ব্যবহারে আল্লাহ খুশি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

যার ব্যবহারে আল্লাহ খুশি 
সেই তো ভাগ্যবান, 
তাই ঠেলে ফেলে দিয়োনা ওদের 
ওরা যে মেহমান ।  

এতিম মিসকিন বিধবা ফকির 
সবই আল্লাহর দান, 
তাই ওদের খিদমত করে তুমি 
শক্ত করো ঈমান । 
যার ব্যবহারে...... 

ওরা তোমার কাছে আসে 
মুসাফির বেশে, 
নাওগো তুমি বুকে টেনে 
হেসে ভালোবেসে । 
তবে তুমি নাজাত পাবে 
দিবে আল্লাহ সম্মান ।
তাই ওদের খিদমত করে তুমি 
শক্ত করো ঈমান । 
যার ব্যবহারে...... ।

তুমি মানুষ ওরাও মানুষ 
সবই আল্লাহর মাখলুকাত, 
তবে কিসের বড়াই এতো 
করোনা ওদের আঘাত । 
তুমি ওদের সহায় হলে
হবে মর্যাদা বান । 
তাই ওদের খিদমত করে তুমি 
শক্ত করো ঈমান । 
যার ব্যবহারে...... ।। 

বুধবার, ২৪ মে, ২০২৩

রবের নিকট

রবের নিকট 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

রবের নিকট তোলো দুহাত
তিনিই মোদের রাব্বানা, 
তারই কাছে চাইতে তুমি
লজ্জা পেয়োনা । 

ছিলে কোথায় বলো তুমি 
নব রূপে সেজে, 
মায়ের কাছে করো এমন 
প্রশ্ন মাঝে মাঝে ।
জানবে তবে স্রষ্টা কে যে 
কেবা করে পরিচালনা । 
তারই কাছে চাইতে তুমি
লজ্জা পেয়োনা । 

যার আদেশে হয় যে দেখো
সৃষ্টি যতো সব, 
তারই আদেশ মানবে তুমি 
করবে অনুভব । 
সুযোগ যদি যাও পেয়ে যাও  
দেরি ও ভাই করোনা ।
তারই কাছে চাইতে তুমি
লজ্জা পেয়োনা ।‌।




রব তুমি আমাকে

রব তুমি আমাকে 
তরিকুল ইসলাম খালাসী ‌
মধ্যবেনা বাদুড়িয়া 

রব তুমি আমাকে
দিয়ো গো নাজাত, 
দাও বাড়িয়ে প্রভু 
নেক ও হায়াত । 

তোমারই ডাকিতে চাই 
আমার এই অন্তর, 
ধোঁকা দেয় শয়তান
মনেরই ভিতর । 
তবু আমি তোমাকেই 
চাই পেতে চাই,
তাই করে যায় ওগো 
তোমার ইবাদত । 
রব তুমি আমাকে.....

কতো পাপ করেছি
ক্ষমা করে দাও, 
আমার এই মুনাজাত
কবুল করে নাও ।
এই মিনতি আমার
তোমারই কাছে প্রভু,
তাই তুলেছি ওগো
এই দুটি হাত । 
রব তুমি আমাকে.....

শুক্রবার, ১৯ মে, ২০২৩

প্রভু মোদের প্রিয় করে

কুরবানী নিয়ে গান নং 2

প্রভু মোদের প্রিয় করে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

প্রভু মোদের প্রিয় করে
নিয়েছো তুমি, 
দিয়েছো সম্মান আরও 
করেছো দামী । 

ভালোবাসা দিলে তুমি 
ইব্রাহিমের মতো, 
আমরা তবু তোমার কাছে 
করিনি মাথা নত । 
তবু হতভাগার করলে ক্ষমা 
ওগো রব তুমি ।
দিয়েছো সম্মান আরও 
করেছো দামী...

ইসমাইলের মতো জানি 
নাওনি মোদের পরীক্ষা, 
ভালোবেসে তবু তুমি 
দিলে ত্যাগের শিক্ষা । 
তাই দ্বীনের পথে জীবন ভর 
কবুল করো তুমি, 
দিয়েছো সম্মান আরও 
করেছো দামী... ।।

বুধবার, ১৭ মে, ২০২৩

তোমারই রহম পেতে

তোমারই রহম পেতে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

তোমারই রহম পেতে 
চাই রাব্বানা,
তোমাকেই ভালোবেসে 
হবো দিবানা । 

এমন আশা লালন করে 
তুলেছি দুহাত তোমার দ্বারে, 
তোমার করুণায় দাও ভিজিয়ে 
জগৎ সংসারে ।
তাই তোমার নামে সুর তুলে 
গেয়ে যেতে চাই গান,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মেহেরবান,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দয়াবান । 

জানি তুমি সীমাহীন 
সবই তোমারই অধীন, 
চাঁদ সিতারা হুরবালারা 
আসমান ও জমিন ।
সবাই তোমার সেজদায় লুটায় 
গায় যে তোমার গান, 
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মেহেরবান,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দয়াবান ।। 



মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

তার ইশারায় খন্ড হলো

যার ইশারায় খন্ড হলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

যার ইশারায় খন্ড হলো 
ওই আকাশের চাঁদ, 
তিনি রবের প্রিয় হাবিব 
নবী মুহাম্মদ (সাঃ) । 

এই ধরনীতে তিনি এলেন 
রহমত বরকত নিয়ে, 
অন্ধ পথিক পথটি পেলো 
তার আঙিনায় গিয়ে ।
সেই নবীর ওই আগমনে 
ধন্য তামাম মাখলুকাত ।
তিনি রবের প্রিয় হাবিব 
নবী মুহাম্মদ (সাঃ) । 

ওমর খাব্বাব আবু বক্কর 
তার আঙিনায় গিয়ে, 
মাটির মানুষ হলেন সবাই 
হাতে বায়াত নিয়ে ।
কতো অবুঝ মানুষ বুঝ যে পেলো 
নিলো তারা হিদায়াত । 
তিনি রবের প্রিয় হাবিব 
নবী মুহাম্মদ (সাঃ) ।  

কচি কচি মুখে নাও

কচি কচি মুখে নাও 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কচি কচি মুখে নাও
আল্লাহ নামের গান, 
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান । 

খুশি করো সেই রবেরই 
করে গুনগান, 
যিনি তোমায় দিয়েছে যে 
বরকত অফুরান । 
এসো সেই রবের কাছে তুলি দুহাত 
তিনি দয়াবান ।
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান । 

গাছের ডালে মৌচাকেতে 
মধুতে ভরা, 
ফলে ফুলে মিষ্টি ঢেলে 
দিলো যে কারা ! 
ছোট্ট মনে ভাবো তুমি 
বেড়ে যাবে জ্ঞান ।
সৃষ্টির সেরা ফুল যে তুমি 
রবের শ্রেষ্ঠ দান ।। 

বুধবার, ১০ মে, ২০২৩

কুরআনের পাখি গুলো

কুরআনের পাখি গুলো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

কুরআনের পাখি গুলো 
ডেকে ডেকে বলে যায়, 
এখনো কেন তুমি ফিরে এলে না । 
জীবনের খাতায় দেখো 
কতো কিছু বাকি রয়, 
এখনো কেন তুমি বুঝে নিলে না । 

ডাকে শতবার তোমার 
ওই গহীন কবর,  
রাখো না কেন ও ভাই 
তুমি সেই খবর । 
যেতে হবে ছেড়ে জানি 
আরামের বালাখানা,  
তবু কেন তুমি ও ভাই ভেবে দেখো না । 
কুরআনের পাখি......

দুনিয়ার মোহে তুমি 
ভুলে গেছো আখেরাত, 
পার হবে কেমন করে 
ওই পুলসিরাত ।
তুমি জীবনের প্রতিটি ক্ষণ 
করো বিবেচনা, 
ক্ষমা পেতে রবের পথে ফিরে এসোনা ।।
কুরআনের পাখি...... ।।

সোমবার, ৮ মে, ২০২৩

বন্ধু সুখী হও

বন্ধু সুখী হও 
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া 

খুশির দিন.. খুশির দিন..
বন্ধু তোমার খুশির দিন...
খুশির দিন.. খুশির দিন.. 
বন্ধু সবার খুশির দিন... ।

বন্ধু তুমি ছিলে একা 
আজ থেকে হলে দুজনা, 
রবের কাছে করি দোয়া 
সুখী হও এই কামনা ।
একে অপরের বুঝা বুঝিতে 
কাটুক তোমাদের দিন । 
খুশির দিন খুশির দিন 
বন্ধু তোমার খুশির দিন...

হালাল পথে গড়বে জীবন, 
বন্ধু করো এই পণ, 
তুমি হবে সবার সেরা
করো প্রশস্ত মন । 
আজকে তোমার নিতেই হবে
এসেছে শপথের দিন ।
খুশির দিন খুশির দিন 
বন্ধু তোমার খুশির দিন...।।


শুক্রবার, ৫ মে, ২০২৩

এসো গুটি গুটি পায়ে মোরা

এসো গুটি গুটি পায়ে মোরা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

এসো গুটি গুটি পায়ে মোরা
মক্তবেতে যাই, 
কুরআন যেন হয় যে শেখা 
নবীর (সাঃ) তরিকায় । 

শিখলে কোরআন বাড়বে যে জ্ঞান 
বেড়ে যাবে মান, 
সহজ সরল পথেই দেখো 
রয়েছে কল্যাণ ।
সেই রবের ভালোবাসা পেতেই 
ঈমান আনতে হয় ।
কুরআন যেন হয় যে শেখা 
নবীর (সাঃ) তরিকায় । 

ভালো মন্দ যাবে চেনা 
জ্ঞানটা যদি থাকে, 
মিথ্যা কথা বলতে মানা 
নেবো মোরা শিখে । 
এসো সবার ভালোবাসায় 
জীবনটা রাঙাই ।
কুরআন যেন হয় যে শেখা 
নবীর তরিকায় ।।

বিপদ এলে করলে সবর

বিপদ এলে করলে সবর 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

বিপদ এলে করলে সবর 
আল্লাহ তাআলা খুশি হয়, 
গোনাহ তোমার যাবে ঝরে 
সন্দেহ নেই নিঃশ্চয় !

বিপদ তোমার যায় শিখিয়ে 
ভুলটা বুঝে নাও,
সহজ সরল পথেই তুমি 
জীবন সঁপে দাও । 
জীবন তোমার ধন্য হবে 
করো রবের যদি ভয় ।
গোনাহ তোমার যাবে ঝরে 
সন্দেহ নেই নিঃশ্চয় ! 

সবর কারির সঙ্গী হবে 
আল্লাহ তাআলা খোঁদ নিজেই, 
তুমিও ভাই ধন্য হবে 
এমন পাওয়া পেয়েই ।
তাইতো ওভাই চাওয়া পাওয়া
রবের নিকট হতে হয় ।
গোনাহ তোমার যাবে ঝরে 
সন্দেহ নেই নিঃশ্চয় ॥ 

বুধবার, ৩ মে, ২০২৩

ইয়া মালিক

ইয়া মালিক 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... 

না চাওয়াতেই দিয়েছো মোদের
তুমি সব কিছু,
তবুও মোরা তোমার কাছে 
করিনা মাথা নিচু ।
পাপে পাপে ভরে গেছে জীবন মোদের শেষ, 
তাইতো মোরা বারেবারে নিজে কে জানাই ধিক্ ।
ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... ।

তোমার দেওয়া রিজিক নিয়ে
করি মারা মারি, 
তোমার যা নিষেধ সেই পথে
জীবন মোরা গড়ি । 
এমন আদেশ ছিলো নাতো জানি যে তোমার, 
তাইতো মোরা বারেবারে নিজে কে জানাই ধিক্ । 
ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... । 

এই নসিবে হিদায়াত মোদের 
দিয়ো গো ওগো রব, 
সৃষ্টির সেরা মানুষ আমি
করিনি অনুভব । 
তোমার দেওয়া রিজিক আমি শুধুই করেছি ভোগ, 
তাইতো মোরা বারেবারে নিজে কে জানাই ধিক্ । 
ইয়া মালিক... ইয়া মালিক....
ইয়া মালিক... ইয়া মালিক.... । 



মঙ্গলবার, ২ মে, ২০২৩

সময় তোমার ফুরিয়ে গেলে

সময় তোমার ফুরিয়ে গেলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া 

হালাল হারাম না মানিলে 
যেতে হবে জাহান্নামে 
এই কথাটা ভুলোনা ভাই ভুলোনা, 
রঙিন জীবন বদলে যাবে 
একটু ওভাই দেখো ভেবে   
কিসের তরে তবে এতো বাহানা !

সময় তোমার যায় হারিয়ে 
মিছে মায়ায় খেলতে গিয়ে 
জবাব তুমি কিযে দেবে ভেবে দেখো না ।
শুনে ছিলে বুঝে ছিলে 
বুঝে বুঝে না চলিলে 
কেমনভাবে জীবন তোমার হবে ষোল আনা ! 
তাইতো ও ভাই কুরআন মেনে 
হারাম হালাল জেনে শুনে 
রবের দেওয়া এই নিয়ামত ভুলে যেয়োনা ।
হালাল হারাম না মানলে.....

কতো ভাইয়ের দিলে ফাঁকি
মনে করো বন্ধ আঁখি 
আল্লাহ তায়ালা কিছুই দেখে না, 
এমন ভাবে চললে জীবন 
জীবন হবে পশুর মতন 
কুরআনেতে আছে লেখা খুলে দেখো না ।
তাইতো ও ভাই জীবন গড়ো 
নবীর বাণী আঁকড়ে ধরো 
সময় তোমার ফুরিয়ে গেলে সুযোগ পাবে না 
হালাল হারাম না মানলে.....  ।।