বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

কুরআন দিয়ে গড়লে জীবন

কুরআন দিয়ে গড়লে জীবন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কুরআন দিয়ে গড়লে জীবন
জীবন আলোকিত হয়, 
ওই জীবনে মৃত্যুর কোনো
থাকবে নারে ভয় । 

এপার থেকে ওপারে যাওয়ার 
সময় টুকু বাকি, 
রবের ওয়াদা হবেই পূরণ 
মেলে দেখো আঁখি ।
তোমার জন্য নাইরে ভাই
সময় থেমে নাই, 
কুরআন থেকে থাকলে দূরে 
হবেই পরাজয় ।
কুরআন দিয়ে গড়লে...........

কুরআন দিয়ে জীবনটাকে 
সাজিয়ে যদি ফেলো, 
অন্তরে আর থাকবে না তো 
কোনো আঁধার কালো ।
তোমার জন্য প্রিয় হাবিব
থাকবে অপেক্ষায়, 
তুমি হবে শ্রেষ্ঠ সেদিন 
সন্দেহ নেই নিশ্চয় ।
কুরআন দিয়ে গড়লে...........।।

তুমি যোগ্য নেতার বেশে

তুমি যোগ্য নেতার বেশে  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি যোগ্য নেতার বেশে 
নেতৃত্ব দেবে না !
তুমি পথহারা পথিকের পথ
কি দেখাবে না !

তুমি কি মুসা'র সঙ্গীদের মতো
কথা বলবে? 
তুমি কি রবের অসংখ্য নিয়মিত 
দেখেও অস্বিকার করবে ! 
তবে কি ভাবে সেদিন তুমি 
নাজাত পাবে বলোনা ।
তুমি যোগ্য নেতার...….......

তুমি এই যুগের রাহাবার 
অন্ধ বোবা নও জানি,
ওমরের মতো সাহস রাখো 
আবুবকরের মতো জ্ঞানী । 
সেই জ্ঞান যদি পথ না দেখায়
হবে জাহান্নাম ঠিকানা । 
তুমি যোগ্য নেতার...….......।।

মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

মাওলানা দাউদ হাসান

মাওলানা দাউদ হাসান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

চার দশক ধরে শিক্ষা দানে 
নিয়মিত মেহমান, 
তিনি হলেন মাওলানা হজরত 
দাউদ হাসান । 

তিনি সদা ব্যস্ত ছিলেন
দ্বীন কায়েমের তরে, 
দ্বীনের ছায়াতলে থাকবে মানুষ 
প্রতি ঘরে ঘরে । 
বুকে এমন আশা জমা রেখে 
তুললেন গড়ে হুসাইন । 
তিনি হলেন মাওলানা হজরত 
দাউদ হাসান । 
চার দশক ধরে.........

তার ছোঁয়াতে কতো শিশু 
হলেন আলেমেদ্বীন, 
তারই দেওয়া জ্ঞান'টি পেয়ে
জীবনটা রঙিন । 
তার অবদানের কথা ভোলা  
যায় কি কোনো দিন ! 
তিনি হলেন মাওলানা হজরত 
দাউদ হাসান । 
চার দশক ধরে.........।।

বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

এসেছে রমাদান

এসেছে রমাদান 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. ।

আকাশে চাঁদের ফালি 
নয়তো খালি খালি, 
এসেছে বাড়াতে ধরায়  
তোমার আমার ঈমান । 
এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. । 

থাকবে পেরেশানে  
এ মাসে শয়তান, 
শিকলে বাঁধবে তাকে 
রহিম রহমান । 
এ মাসের বরকতে 
কুরআনের পাতা থেকে 
নিরবে রবের ডেকে 
কতো ভাই নেবে জ্ঞান ।
এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. । 

কতো ভাই রবের পথে 
নিজেকে তুলবে গড়ে, 
বুকেতে সাহস রেখে
খারাপ থেকে আসবে সরে । 
কুরআনের বাণীর ধ্বনী 
দিকে দিকে ভরবে জানি 
উচ্চস্বরে পড়বে সবাই 
রবের দেওয়া এই অবদান ।
এসেছে রমাদান.. এসেছে রমাদান..
এসেছে রমাদান.. স্বাগত রমাদান.. ।। 





দ্বীনের পথে ব্যস্ত থেকে

দ্বীনের পথে ব্যস্ত থেকে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দ্বীনের পথে ব্যস্ত থেকে
কেটে যাক জীবন, 
এই জীবনে সাহাদাতের 
খুবই প্রয়োজন । 
এই আশাতেই যায় কেটে 
দিনের পর দিন, 
হোকনা সে পথ যতুই আমার 
বাঁধা সম্মুখীন ।

সদা রাজি থেকো তুমি 
হে অন্ত অসীম, 
আমার তরে কবুল করো 
সিরাতুল মুস্তাকিম । 
মুস্তাকিমের পথেই যেন...
জীবন হয় রঙিন ।
হোকনা সে পথ যতুই আমার 
বাঁধা সম্মুখীন । 
দ্বীনের পথে ব্যস্ত..............

কতো মানুষ পথ'হারাদের 
সাথী হয়ে আছে, 
তোমার আযাব নিয়ে তারা 
জাহান্নামে গেছে । 
ওই আযাব থেকে মুক্তি দিও...
কাল হাশরের দিন ।
হোকনা সে পথ যতুই আমার 
বাঁধা সম্মুখীন । 
দ্বীনের পথে ব্যস্ত..............।।

মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

সুস্থ মনের খুবই প্রয়োজন

সুস্থ মনের খুবই প্রয়োজন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

মনের ভেতর মন থাকে 
যায় না দেখা দূর থেকে, 
সেই মনটাকে সুস্থ রাখার 
খুবই প্রয়োজন । 
মনের সাথে দ্বন্দ্ব হয় 
এমন কাজের অভাব নাই, 
সেই কাজ'থেকে বাঁচতে তোমার 
রাখো মনের বাঁধন ।
মনের ভেতর মন.............

আঁধার তো আর নয়তো দিন 
আলোয় আলোয় হয় রঙিন 
দিনের তবু রাতের প্রয়োজন । 
মনের ব্যাধি মন থেকে 
দাও সরিয়ে আজ থেকে 
দেখো রবের নিখুঁত আয়োজন । 
মনের ভেতর মন.............

সৃষ্টি রবের এই ধরাতে 
কতো মন ওই প্রতিঘাতে 
টিকিয়ে রাখে জীবন । 
সেই জীবনের জীবন পথে 
বন্ধু করো রবের সাথে  
হোকনা তাতেও মরণ ।
মনের ভেতর মন.............।। 






মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

কথায় কথায় বল তুমি

কথায় কথায় বল তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কথায় কথায় বল তুমি 
শুধুই মিথ্যা কথা, 
কেন ভাবো'না রবের সাথে 
হবে তোমার দেখা রে 
হবে তোমার দেখা ।

তিনি যেমন রহমান 
তেমন তিনি কাহহার, 
তার বিচারে হবেনা তো
কখনোই অবিচার । 
তাই সেজদায় তাকে ডাকো তুমি... 
যখন থাকো একা ।
কেন ভাবো'না রবের সাথে 
হবে তোমার দেখা রে 
হবে তোমার দেখা । 

যার নিয়ামত সদা সময় 
তুমি নিতে থাকো, 
তারি আদেশ মানতে কেন 
এতো নাটক রাখো । 
তাই সময় থাকতে সময়টাকে...
যদি হয় ভেবে রাখা । 
কেন ভাবো'না রবের সাথে 
হবে তোমার দেখা রে 
হবে তোমার দেখা ।।


নষ্ট

নষ্ট 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

নষ্ট কারো করোনা,
নষ্ট তুমি হয়োনা । 
হিসাব ছাড়া তুমি কিন্তু 
নাজাত পাবে না, 
জীবনের ওই খাতাটা তাই 
শূন্য রেখো না । 
নষ্ট কারো..............

নষ্টামিতে কাটলে সময় 
জীবন হবে বরবাদ, 
দিকে দিকে বেড়ে যাবে 
ফ্যাসাদ আর ফ্যাসাদ ।
তাই বলবো তোমায় শোনো ওভাই.... 
সময় নষ্ট করোনা ।
জীবনের ওই খাতাটা তাই 
শূন্য রেখো না । 
নষ্ট কারো..............  

কত অবুঝ ভাই-বোনেরা 
হয়রানি হয় পথে ঘাটে, 
সঠিক দিশা না পাওয়াতেই 
অসৎ পথে দিন কাটে । 
এই সমাজের দিশা দিতে ওভাই....
বসে তুমি থেকো না ।
জীবনের ওই খাতাটা তাই 
শূন্য রেখো না । 
নষ্ট কারো.............. ।‌।


সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

অবৈধ প্রেম

অবৈধ প্রেম 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

অবৈধ প্রেম.. অসভ্য প্রেম.. 
জীবনটা করে দেয় অধঃপতন, 
সেই অধঃপতন মুখে দাঁড়িয়ে আছে
দেখো কতো ভাই ও বোন । 

শয়তান.. শয়তান..
শয়তান ধোকা দেয় পদে পদে, 
শয়তান.. শয়তান..
শয়তান ফেলে তোমায় বিপদে । 
অবৈধ প্রেম.......

ঠাট্টার ছলে তোমার কলে কৌশলে
করিতে চাই হরণ,
দিকেদিকে ছড়িয়ে আছে দেখো ভাই 
এমন কত উদাহরণ । 
তাই বলি ওদের থেকে থাকো সাবধান...
নিজেকে করো মূল্যায়ন ।

শয়তান.. শয়তান..
শয়তান ধোকা দেয় পদে পদে, 
শয়তান.. শয়তান..
শয়তান ফেলে তোমায় বিপদে । 
অবৈধ প্রেম.......

রবের পথে যদি ধাবিত হও 
সুন্দর হবে জীবন, 
জীবনের হিসাব পাবে তবে খুঁজে 
যদিও হয় মরণ । 
তাই বলি ওদের তুমি রাখো স্মরণ...
করোনা অনুকরণ ।।

শয়তান.. শয়তান..
শয়তান ধোকা দেয় পদে পদে, 
শয়তান.. শয়তান..
শয়তান ফেলে তোমায় বিপদে । 
অবৈধ প্রেম..........।।



তাকওয়া

রোজার লিরিক 

তাকওয়া
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (কোলকাতা)

চাঁদ দেখো.. রোজা রাখো..
ঈমান শক্ত করো,
এই বরকত মাসে তুমি
তাকওয়া অর্জন করো ।

রোজা রাখো নিয়ম জেনে 
রোজা কেন জানো!
অনাহারের খাবার দিতে
তুমি ভুলবেনা কখনো । 
রোজা মোদের বাড়ায় ঈমান 
জীবন শুদ্ধ করো । 
এই বরকত মাসে তুমি
তাকওয়া অর্জন করো ।
চাঁদ দেখে রাখো...........

রোজা তো নয় শুধু শুধু 
উপবাস থাকা,
মিথ্যা অসৎ চুরি ব্যভিচার 
থেকেও দূরে থাকা ।
হালাল হারাম জেনে বুঝে 
রোজা পালন করো । 
এই বরকত মাসে তুমি
তাকওয়া অর্জন করো ।
চাঁদ দেখে রাখো...........।।




বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

কচি মুখে ডাকো আল্লাহু'কে

কচি মুখে ডাকো আল্লাহু'কে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কচি মুখে... কচি মুখে 
তুমি ডাকো ডাকো আল্লাহু'কে, 
যিনি তোমার পালন কারি...
"নুয়াও" মাথা তার সম্মুখে । 

তুমি রাতের আঁধারে'তে 
থাকো যখন নিদ্রাতে, 
কে'বা তোমার দেয় পাহারা 
ক্লান্তি দূর করিতে ।
আবার জেগে ওঠার শক্তি বলো.... 
পেয়েছো কোথা থেকে ।
কচি মুখে... কচি মুখে 
তুমি ডাকো ডাকো আল্লাহু'কে ।
কচি মুখে.............

তুমি তার দয়া নিতে 
উঠে পড়ো মধ্যরাতে, 
সপ্ন গুলো নাও যে চেয়ে 
তোমার দুহাত পেতে । 
তুমি তোমার নাও গো চিনে.....
আপন মনিবকে ।
কচি মুখে... কচি মুখে 
তুমি ডাকো ডাকো আল্লাহু'কে ।
কচি মুখে.............।।

মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

যদি তুমি কাটাও দিন

যদি তুমি কাটাও দিন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি তুমি কাটাও দিন
দ্বীন কায়েমের পথে, 
সফলতা আসবে তোমার
দেখবে হাতে হাতে । 

ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 

সবর কারির সঙ্গী স্বয়ং 
আমার মহান রব,
করতে তুমি ভুলনা ভাই 
তারই সাথে ভাব । 
অবুঝ মানুষ পাইনা দিশা..... 
সে তো কোনো দিন । 
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
যদি তুমি........…...........।

তুমি পাপাচারীর দলভুক্ত 
হলেই করবে তিরস্কার,
ভালো কাজের জন্য তোমায়
দিবে মহা পুরুস্কার । 
সেই পুরুস্কারের আশায় তোমার.... 
কাটুক এই জীবন ।
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
ইন্নাল্লহা মায়াছ্-সবিরিন.... 
যদি তুমি........................।।