শনিবার, ৩১ মে, ২০২৫

রক্তে রক্তে লেখা

রক্তে রক্তে লেখা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমাদের রক্তে রক্তে লেখা
এই দেশের নাম, 
নিন্দুক তুমি যাও করে যাও
যতই বদনাম । 
তবু শহীদের কাতারে আমাদের পাবে, 
গানে গানে এ'কথা বলে গেলাম । 

দেশের জন্য জীবন দিতে 
সদা প্রস্তুত থাকি, 
বিশ্ব সেরা হবে এদেশ 
এই স্বপ্ন দেখি । 
আমাদের বুকে বল পাহাড় সম.. 
এ'কথা জানিয়ে দিলাম। 
নিন্দুক তুমি যাও করে যাও
যতই বদনাম । 
আমাদের রক্তে রক্তে…........

বিভেদের ওই পাহাড় ভেঙ্গে 
ঐক্য গড়তে ডাকি, 
শকুনের থাবা রুখতে সদা 
আঁখি জেগে রাখি । 
স্বদেশ গঠনে আবারও তাই 
কঠিন শপথ নিলাম । 
নিন্দুক তুমি যাও করে যাও
যতই বদনাম । 
আমাদের রক্তে রক্তে…........।। 




মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মুসিবত

মুসিবত 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আল্লাহর হুকুমেই আসে মুসিবত 
সবরের পরিচয় দাও মুমিন, 
পাবে হিদায়াত তাঁরই থেকে 
তোমারি তরে আছে সুদিন ।  

মানুষের ভিড়ে তুমি এখনো আছো
 সুস্থ্য সবল জীবিত, 
চারিদিকে দেখো না মরছে মানুষ 
হাজার হাজার শতশত । 
সেই কাতারে ওই তোমার আমার..  
রাখেনি রব্বুল আলামীন,  
পাবে হিদায়াত তাঁরই থেকে 
তোমারি তরে আছে সুদিন ।   
আল্লাহর হুকুমেই আসে…………… 

দ্বীনের পথে কত সাহাবাদের 
হয়েছে দিতে এই প্রাণ, 
হাঁসি মুখে মেনে নিয়েছে তা 
করেছে আত্ম বলিদান । 
সেই সবর করার সুযোগ দিও 
হে অনন্ত অসীম সীমাহীন, 
পাবে হিদায়াত তাঁরই থেকে 
তোমারি তরে আছে সুদিন ।  
আল্লাহর হুকুমেই আসে…………… ।। 







সোমবার, ২৬ মে, ২০২৫

নীতিহীন কথা কেন

নীতিহীন কথা কেন  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

নীতিহীন কথা কেন 
বলো তুমি ভাই ! 
মানুষের নয় তো 
এই পরিচয় । 

চারিদিকে খুন গুম 
রাহাজানি ধর্ষণ, 
মানুষ কেন করো 
মানুষেরই শোষন ? 
মানবতা হ্রাস পায় 
মনে রাখো ভাই, 
মানুষের নয় তো 
এই পরিচয় ।  
নীতিহীন কথা কেন…..... 

দুঃখিদের সাথী হওয়া
মানুষেরই কাজ, 
সেই কথা ভুলে গেছে 
মানব সমাজ । 
প্রীতি ভালবাসার কথা 
ভুলোনা ভাই। 
মানুষের নয় তো
এই পরিচয় ।  
নীতিহীন কথা কেন…..... ।। 

শনিবার, ২৪ মে, ২০২৫

আমরা চাই শুধু

আমরাতো চাই 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

বলিষ্ঠ এই কণ্ঠস্বর 
যদি রাখি নীরব, 
আগাছায় যাবে ভরে 
দেখো ভাই সাহাব । 

সততার সাহসে তাই 
এসো তুলি আওয়াজ, 
ওই নীতিহীন মসনদ 
উঠুক কেঁপে আজ ! 

নীরবে আর কত 
দেখতে তুমি চাও ? 
আমরাতো চাই শুধু 
সৎ হয়ে যাও ।। 





শুক্রবার, ২৩ মে, ২০২৫

বিপন্ন আজ মানবতা

বিপন্ন আজ মানবতা  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কল্পনার এই জগতে 
বাস্তবতার দেখা নেই, 
জল্পনা তে ব্যস্ত সবাই 
হয় না খুশি অল্পতেই । 

শেখার থেকে শেখায় বেশি 
এমন লোকের অভাব নেই, 
শিক্ষিতরা নিরব থাকায়
ভুগছে জাতি এই দশাতেই ।  

অমানবিক আচরণ আজ 
দিকে দিকে হানা দেয়, 
ফেল করা ওই ছেলেটা 
দেশ ও দশের নেতা হয় ।  

বিপন্ন আজ মানবতা 
আমাদের এই ভুলেতেই, 
তাইতো ও ভাই ভাবতে বলি 
স্বদেশ ভালো রাখাতেই ।। 

বুধবার, ২১ মে, ২০২৫

আমার দেশের মাটি

আমার দেশের মাটি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

সবুজ সোনার স্বদেশটা'কে 
গড়তে মোরা চাই,  
হিংসা বিভেদ ভুলে এসো 
হাতে হাত মেলাই । 

আমার দেশের মাটি ওভাই 
সোনার থেকেও খাঁটি, 
নানান রূপে সাজানো ওই 
কত সুন্দর পরিপাটি । 
নানান সুরের আহবানে.. 
ওই নানান সুরের আহবানে 
মন ভরে যায় ।
হিংসা বিভেদ ভুলে এসো 
হাতে হাত মেলাই । 
সবুজ সোনার……… 

আমার দেশের ওই পতাকা 
বুকে ধারণ করি, 
দেশের জন্যই জীবন দেবো 
এক সাথেই লড়ি । 
শকুনেরা জাত চেনেনা.. 
ওই শকুনেরা জাত চেনেনা 
মরি যে সবাই । 
হিংসা বিভেদ ভুলে এসো 
হাতে হাত মেলাই । 
সবুজ সোনার……… ।।






সোমবার, ১৯ মে, ২০২৫

গোলামী

গোলামী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

করোনা গোলামী করোনা, 
অভ্যাস করো ফেলতে গায়ের ঘাম।
তবেই পাবে অধিকার, 
ঘুচে যাবে হাজার হাজার বদনাম ।  

বাড়বে সুনাম পাবে সালাম 
এটাই তোমার খ্যাতি,
আর কতক্ষণ গোলামী করে 
হারাবে উজ্জ্বল স্মৃতি ? 

ন্যায়ের পথে হিম্মত রেখে 
চলারই নাম বীর, 
সেই বীরেরা জীবন দেয় 
দেয় না কখনো শীর । 

তাইতো বলি আর মেখোনা 
ওদের পায়ের ধুলি, 
পদপিষ্টে মারতে চায় ওরা 
সুযোগ খোঁজে খালি ।।


শনিবার, ১৭ মে, ২০২৫

খুবই প্রয়োজন

খুবই প্রয়োজন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আজ প্রয়োজন খুবই প্রয়োজন
ওই জাগ্রত বিবেক, 
স্বদেশ সুরভিত হবেই তবে 
এই নজির আছে অনেক । 

একজন সাহসী সৎ হলে 
অন্যায় রাহাজানি রুখে ফেলে, 
সত্যের পথে বীরের মতো 
মাথা উঁচিয়ে কথা বলে ।
আজ সেই মানুষের খুবই প্রয়োজন 
এই দেশ বাঁচাতে । 
আজ প্রয়োজন……. 

স্বদেশ ভাঙার পথে হাঁটছে যারা 
তারা খুবই দুর্বল, 
জাতি ভেদাভেদ ভুলে গিয়ে তাই 
এসো মিলি গলেগল । 
হবে আমাদের বিজয় সুনিশ্চিত 
মনের ওই অজানাতে । 
আজ প্রয়োজন…….।। 





বুধবার, ৭ মে, ২০২৫

অধিকার

আমরা ভারতবাসী নই বিদেশি 
শুনে রাখো ভাই, 
আমরা দেশের বিধান মেনেই
অধিকারটা চাই । 

আর কতদিন বিভেদ করে 
খেলবে হানাহানি, 
জাতি ধর্মের নাম ভাঙিয়ে 
চলবে ক'দিন শুনি ? 
এই খেলাটা বন্ধ করো.. 
গানে বলে যাই । 
আমরা দেশের বিধান মেনেই
অধিকারটা চাই ।  

রক্ত মাংসে গড়া দেহ 
ক'দিন থাকবে বলো !
সীমা ছেড়ে কেন ভেঙ্গে 
ভুল পথে চলো । 
কিসের নেশায় ছল চাতুরি.. 
বলতে পারো ভাই ? 
আমরা দেশের বিধান মেনেই
অধিকারটা চাই ।।


শুক্রবার, ২ মে, ২০২৫

ফ্যাসিবাদী স্বপ্ন

ফ্যাসিবাদী স্বপ্ন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি লাগাম ছাড়া বলছো কথা 
কেমনে হবে মিত্রু ? 
জাতি জেনে গেছে কে বা কারা 
এই দেশের শত্রু ।  

মিথ্যা রটিয়ে তুমি 
বাজারটা'কে করছো গরম, 
সংবিধান ভেঙে দিয়ে 
আনতে চাও কোন্ নিয়ম ? 

সাবধান ! 
ফ্যাসিবাদী স্বপ্ন দেখার আগে 
জাতির দিকে দেখো, 
তোমাকেই একদিন ফেলবে ছুড়ে 
এ'কথা মনে রেখো । 

সত্যিকারের মানুষেরা 
অন্যায়ের সাথে করেনা আপোষ, 
বহুরুপী মানুষ গুলোর 
খুলেই যাবে মুখোশ ।। 



রক্তে স্বাধীন

রক্তে স্বাধীন
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আমাদের রক্তে স্বাধীন এদেশ 
পরাধীন হতে দেব না, 
আমরা কখনোই শকুনের হাতে 
স্বদেশ ছেড়ে দেব না । 

জাতি চিনেছে গাদ্দার কে?
আর কতো দেবে ফাঁকি !
নাটক তো হয়েছে অনেক
এবার ছাড়ো মেকি । 

মানুষের ভুল বুঝিয়ে আর 
কতদিন খেলবে রক্ত খেলা, 
পড়ন্ত বেলা এসেছে দেখো 
এবার শুধরে নেবার পালা । 

নচেৎ! 
ক্ষুদ্র পিপীলিকার দংশনেতেও 
যেমন হয় তীব্র জ্বলন, 
সেই জ্বলনেই ছারখার হবে 
এ'কথা তোমারা রাখিও স্মরণ ।।